কোহলি-রোহিতকে ফিরিয়ে ভারতের টি-টোয়েন্টি দল ঘোষণা
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর মাঠে গড়াতে এখনও বাকি মাস ছয়েক। বিশ্বকাপের আগে প্রস্তুতির অংশ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। আফগানদের বিপক্ষে সেই সিরিজের আগে ১৬ সদস্যের টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ভারত। প্রায় ১৪ মাস পর দলে ফিরলেন দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
গতকাল রোববার (৭ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করে বিসিসিআই। বিশ্রাম দেওয়া হয়েছে জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের মতো তারকা পেসারদের। এছাড়াও ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি পেসার মোহাম্মদ শামি চোটের কারণে দলে নেই।
২০২২ সালের টি-২০ বিশ্বকাপের পর থেকে আর আন্তর্জাতিক টি-২০ খেলেননি বিরাট কোহলি ও রোহিত শর্মা। শুধু আইপিএল খেলেছেন তারা। আন্তর্জাতিক টি-২০ না খেলায় তাদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। তবে, এবার তাদের নিয়ে জল্পনার অবসান ঘটল।
হার্দিক পান্ডিয়ার ও সূর্যকুমারের চোটের কারণে কে হবেন এই সিরিজের অধিনায়ক, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে, রোহিত ফেরায় সেই শঙ্কাও কেটে গেল।
আগামী ১১ জানুয়ারি মোহালিতে প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুদল। ১৪ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সেটা হবে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে। আর শেষ ম্যাচটা হবে ১৭ জানুয়ারি বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে।
ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, তিলক ভার্মা, রিংকু সিং, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), সানজু স্যামসন (উইকেটরক্ষক), শিবাম দুবে, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণুই, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, আবেশ খান ও মুকেশ কুমার।