পাকিস্তান অধ্যায়ের ইতি টানলেন ব্র্যাডবার্ন
দুই বছরের চুক্তির এখনও শেষ হয়নি এক বছরও। তার আগেই পাকিস্তান দলের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন গ্র্যান্ট ব্র্যাডবার্ন। ইংল্যান্ডের কাউন্টি দল গ্ল্যামরগনে যোগ দিচ্ছেন তিনি। আগামী মাস থেকে দলটির প্রধান কোচ হিসেবে কাজ শুরু করবেন তিনি।
গতকাল সোমবার (৮ জানুয়ারি) এক বিবৃতিতে ব্র্যাডবার্ন বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দারুণ অধ্যায়টা শেষ হলো। পাঁচ বছরে তিনটি ভূমিকায় ছিলাম। অর্জন নিয়ে আমি গর্বিত। অবিশ্বাস্য কিছু খেলোয়াড়, কোচ ও স্টাফদের সঙ্গে কাজ করতে পারায় আমি কৃতজ্ঞ।’
নতুন চুক্তির বিষয়ে ব্র্যাডবার্ন বলেন, ‘গ্ল্যামরগনের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। দুর্দান্ত সংস্কৃতির সঙ্গে দলের মধ্যে জয়ের মানসিকতা তৈরি করাও আমার প্রাথমিক লক্ষ্য। গ্ল্যামরগন কোচদের নেটওয়ার্কে যুক্ত হতে উন্মুখ আছি।’
গ্ল্যামরগনে প্রধান কোচ ম্যাথু মেনার্ড ও সাদা বলের সংস্করণে কোচ মার্ক অ্যালেইনের জায়গা নেবেন ব্র্যাডবার্ন। গত মৌসুম শেষে লাল বলের সংস্করণে গ্ল্যামরগন কোচের দায়িত্ব ছাড়েন মেনার্ড। ২০২৭ সাল পর্যন্ত গ্ল্যামরগনের দায়িত্ব থাকবেন ব্র্যাডবার্ন। আগামী ১ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন নিউজিল্যান্ড কোচ।
২০১৮ সালে পাকিস্তানের সহকারী কোচ হন ব্র্যাডবার্ন। আর ২০২৩ সালে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের প্রধান কোচ হয়েছিলেন ব্র্যাডবার্ন। কিন্তু বিশ্বকাপে পাকিস্তান ভালো না করায় কোচিং প্যানেলে পরিবর্তন আনে পিসিবি। পরিবর্তন আসলেও পিসিবির সঙ্গে কাগজে কলমে চুক্তির মেয়াদ ছিল তার।