তামিমকে নিয়ে আবারও দুঃসংবাদ
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরকে সামনে রেখে চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ে তামিম ইকবাল। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে গত তিন-চারদিন ধরে নিয়মিত অনুশীলন করছেন এই বাঁহাতি ব্যাটার। তবে, ভক্তদের জন্য দুশ্চিন্তার খবর, এবার অনুশীলন করতে গিয়ে চোট পেলেন দেশসেরা ওপেনার।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিংয়ের সময় পেসার তাসকিন আহমেদের লাফিয়ে ওঠা একটি বল সামলাতে গিয়ে বাঁ হাতে ব্যাথা পান তামিম। জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম এসে অবস্থা পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে নেট ছেড়ে তামিম চলে যান ইনডোরের ভেতরে।
পিঠের চোটে থাকায় গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেন তামিম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে সিদ্ধান্ত বদল করলেও চোটের কারণে তার মাঠে ফেরা হচ্ছিল না। অবশেষে, সেপ্টেম্বরে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফিরলেও চোট পিছু ছাড়েনি। এরপর প্রায় চার মাস পেরিয়ে গেলেও এখনও মাঠে নামতে পারেনি তামিম।
আসন্ন বিপিএল দিয়ে তাই মাঠে ফিরতে মরিয়া এই ওপেনার। গত আসরে খুলনা টাইগার্সের জার্সিতে খেললেও এবার ফরচুন বরিশালের অধিনায়ক হিসেবে খেলবেন তামিম। আগামী ২০ জানুয়ারি প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সাকিবের রংপুর রাইডার্স।