এবার রংপুরের অনুশীলনে ‘এমপি’ সাকিব
সাকিব আল হাসানের যেন ক্লান্তি নেই। বিশ্বকাপ ব্যস্ততা শেষে শুরু হয় জাতীয় নির্বাচনের আমেজ। দীর্ঘ প্রচার-প্রচারণা ও ভোট শেষে সাকিবের নামের পাশে যুক্ত হয়েছে নতুন পরিচয়। তিনি এখন সংসদ সদস্য।
গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন শেষ করে রাতেই মাগুরা থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন সাকিব।
কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে গতকাল সোমবার (৮ জানুয়ারি) মিরপুর শেরেবাংলার ইনডোরে অনুশীলন করেন সাকিব। সেটা ছিল ব্যক্তিগত অনুশীলন। নিজেকে কিছুটা ঝালিয়ে নিয়ে আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) তিনি যোগ দেন রংপুর রাইডার্সের অনুশীলনে।
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সাকিব খেলবেন রংপুরের হয়ে। এর জন্যও শুরু প্রস্তুতি। আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে যান সাকিব। এরপর নিজের ব্যাটিং ঝালিয়ে নেন।
নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিবের অনুশীলনের ভিডিও প্রকাশ করেছে রংপুর। দেখা যায়, সতীর্থদের সঙ্গে অনুশীলন করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দীর্ঘক্ষণ ব্যাটিং নিয়ে কাজ করেন সাকিব। বোঝাই যাচ্ছে, সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে উঠতে চান তিনি।
এর আগে গতকাল মিরপুরে সাকিব অনুশীলন করেন কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে। নাজমুল আবেদীন ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিজিও বায়েজিদ ইসলাম, ট্রেইনার তুষার কান্তি হাওলাদার ও মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম।
বিকেল তিনটার দিকে মিরপুরে আসেন সাকিব। অনুশীলন জার্সি পরে গাড়ি থেকে নামতে দেখা যায় তাকে। একদম প্রস্তুতি নিয়ে আসা যাকে বলে।