সুয়ারেজের পর এবার মেসির মায়ামিতে যাচ্ছেন কুতিনহো?
যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি ধীরে ধীরে পরিণত হচ্ছে 'মিনি বার্সেলোনায়’। দেখতে দেখতে স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাবের চার ফুটবলার চলে এলেন ডেভিড বেকহ্যামের ক্লাবে। এবার সেই তালিকায় যোগ হতে পারে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফিলিপে কুতিনহোর নাম।
গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, ৩১ বছর বয়সী কুতিনহোর বর্তমান ক্লাব অ্যাস্টন ভিলা তাকে গত সেপ্টেম্বরে ধারে কাতারি ক্লাব আল দুহাইলে পাঠিয়েছিল। সেই ধারের মেয়াদ কিছু দিন আগে শেষ হয়েছে।
তবে, ক্লাবটিতে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি কৌতিনহো। লিগে সব মিলিয়ে ৪১৯ মিনিট খেলে করেন মাত্র দুই গোল। তার এমন পারফরম্যান্সে খুশি নয় ক্লাবটি। যার কারণে জানুয়ারিতে কুতিনহো ক্লাব বদল করতে পারেন বলে গুঞ্জনের কথা জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘এএস’। কুতিনহোর সম্ভাব্য নতুন ঠিকানার তালিকায় জোরেশোরে শোনা যাচ্ছে মায়ামির নাম।
সম্প্রতি মায়ামি ছেড়ে পোর্টল্যান্ড টিম্বার্সে নাম লিখিয়েছেন কানাডিয়ান ফুটবলার কামাল মিলার। মিলার চলে যাওয়ায় একজন বিদেশি ফুটবলারের জায়গা খালি হয়েছে। ডেভিড বেকহামের মালিকানাধীন ক্লাবটি তাই চাইলেই ব্রাজিলিয়ান কুতিনহোকে কিনে বিদেশি ফুটবলারের জায়গা পূরণ করতে পারবে।
২০১৮ সালে কুতিনহোর প্রতিভায় মুগ্ধ হয়ে রেকর্ড ১০৫ মিলিয়ন পাউন্ড খরচ করে তাকে সে সময় দলে ভিড়িয়েছিল বার্সা। কিন্তু সেখানে গিয়ে অধঃপতন শুরু হয় তার। ফর্ম হারানো মিডফিল্ডারকে এক মৌসুমের জন্য জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখেও লোনে পাঠায় বার্সা। কিন্তু তাতেও লাভ হয়নি, পুরনো ছন্দে ফিরতে পারেননি তিনি।