অভিযুক্ত আলভেসকে নেইমারের দেড় লাখ ইউরো সহায়তা!
যৌন হয়রানির অভিযোগে গত বছরের জানুয়ারিতে গ্রেপ্তার হন ব্রাজিলের তারকা ফুটবলার দানি আলভেজ। তার বিরুদ্ধে আনা এক নারীর অভিযোগে কারাগারে যেতে হয় তাকে। যদিও শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন এই তারকা। এই মামলার শুনানি ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে স্পেনের আদালত। আপাতত কারাগারের বাইরে আছেন আলভেজ।
একই সময়ে আলভেজের বিরুদ্ধে চলছে আরেকটি মামলা। তার স্ত্রীর অভিযোগ, ভরণপোষণ করেন না আলভেজ। সবমিলিয়ে, আর্থিকভাবে বেশ নাজুক অবস্থা ব্রাজিলের রক্ষণভাগের এই তারকার। এমন অবস্থায় আলভেজের পাশে দাঁড়িয়েছেন ব্রাজিল সতীর্থ নেইমার। তাকে দেড় লাখ ইউরো দিয়ে সহায়তা করেছেন।
ব্রাজিলের সংবাদমাধ্যমের বরাত দিয়ে গোল ডটকমে প্রকাশিত প্রতিবেদন জানায়, আর্থিকভাবে দুর্বল হয়ে পড়া আলভেজ সাহায্য চেয়েছিলেন নেইমারের কাছে। নেইমার সঙ্গে সঙ্গেই সাড়া দেন। এর আগেও আলভেজের পাশে দাঁড়িয়েছিলেন নেইমার। তার শুনানির সময় বাবার পরিচিত উকিল নিয়োগ দিয়েছিলেন নেইমার।
আলভেজের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, গত বছরের ৩০ ডিসেম্বর বার্সেলোনার সাটন নাইটক্লাবে এক নারীকে যৌন হয়রানি করেন তিনি। গত বছর ডিসেম্বরে এই মামলায় তার ৯ বছরের কারাদণ্ড ও এক লাখ ৬৩ হাজার মার্কিন ডলার জরিমানার দাবি করেন বাদীপক্ষের আইনজীবী। আদালত জানিয়েছে, পরবর্তী শুনানির পর তারা নিজেদের রায় জানাবে।