ভারত থেকে সরে যাচ্ছে আইপিএল?
চলতি বছর মার্চে শুরু হবে আইপিএলের ১৬তম আসর। টুর্নামেন্টটি ঘিরে কেবল ভারতীয়দের নয়, উন্মাদনা বিশ্বব্যাপী। ভারতের এই ঘরোয়া লিগ চলাকালীন বন্ধ থাকে আন্তর্জাতিক ক্রিকেটও। আইপিএল ২০২৪ শুরুর কিছুদিন পর ভারতের লোকসভা নির্বাচন। একই সঙ্গে আইপিএল ও নির্বাচনের মতো দুটি বড় ইভেন্ট চলা নিয়ে জেগেছে শঙ্কা।
অনেকেই মনে করছেন আসরটি সরিয়ে ভারতের বাইরে কোথাও নিয়ে যাওযা হবে। তবে, ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআিই) বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে, এখন পর্যন্ত আইপিএল ভারতের বাইরে সরানোর কোনো ভাবনা নেই তাদের। এমন খবরই আজ বুধবার (১০ জানুয়ারি) প্রকাশ করেছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
বিসিসিআইয়ের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, নির্বাচনের কারণে আইপিএল সরানোর কোনো পরিকল্পনা করেনি কর্তৃপক্ষ। কিছু ক্ষেত্রে অবশ্য বিকল্প ভেবে রেখেছে তারা।
যেসব রাজ্যের দল আছে, নির্বাচনি নিরাপত্তার কারণে সেখানে যদি খেলোয়াড়দের নিরাপত্তার ঘাটতি দেখা যায় তখন বিকল্প পথে হাঁটবে বিসিসিআই। সেসব দলের হোম ম্যাচ সরিয়ে যেসব রাজ্যে দল নেই, তেমন স্টেডিয়ামে খেলানো হতে পারে। এ ক্ষেত্রে দলগুলোকে আগে থেকে অবগত করার কথা ভাবছে আইপিএল কর্তৃপক্ষ।
গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় এবারের আইপিএলের নিলাম। বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। আইপিএলের চূড়ান্ত সূচি এখনও প্রকাশিত হয়নি।