সাকিবকে নিয়ে কৌশল সাজানোর অপেক্ষায় রংপুর : রনি
আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। হাতে আছে এক সপ্তাহ। দলগুলো নিজেদের গুছিয়ে নিচ্ছে। প্রস্তুতি শুরু করেছে রংপুর রাইডার্স। বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে চলছে দলটির অনুশীলন। রংপুরে আছেন রনি তালুকদার। অনুশীলন শেষে আজ বুধবার (১০ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন রনি।
রংপুরের হয়ে খেলবেন সাকিব আল হাসানও। রনি মনে করেন, সাকিব থাকায় দলে একটা ভারসাম্য তৈরি হয়েছে। সাকিব বিশ্বসেরা, যা তাদের দলকে সাহায্য করবে। সাকিবের সঙ্গে বসে কৌশল সাজানোর কথাও বলেছেন রনি।
রনি বলেন, ‘সাকিব বিশ্বসেরা ক্রিকেটার। তিনি দলে থাকা মানে ভারসাম্য তৈরি হওয়া। রংপুর একটি ব্যালেন্সড টিম তৈরি করেছে। সাকিবের সঙ্গে এখনও কথা হয়নি খেলা নিয়ে। তিনি মাত্র একদিন অনুশীলন করেছেন। আবার আসলে তার সঙ্গে বসে পরিকল্পনা করব আমরা।’
ওপেনার রনি আরও বলেন, ‘রংপুর এবার দারুণেএকটি দল তৈরি করেছে। চ্যাম্পিয়ন হওয়ার জন্যই তারা খেলবে। আমরাও সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছি। লক্ষ্য আছে, বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রহ করার।’
এর আগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রংপুরের হয়ে প্রথমবার অনুশীলন করেছেন সাকিব। ব্যাটিংটা ঝালিয়ে নিতে দেখা যায় তাকে। নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন তিনি।