অবশেষে ফিলিস্তিনের পাশে দাঁড়ালেন খাজা
ফিলিস্তিনের নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে বহু চেষ্টা করেছিলেন উসমান খাজা। অস্ট্রেলিয়া-পাকিস্তান টেস্ট সিরিজে জুতা ও ব্যাটে মানবাধিকারের পক্ষে লেখা ও শান্তির প্রতীক নিয়ে মাঠে নামতে চেয়েছিলেন তিনি। কিন্তু, আইসিসি তাকে সেই অনুমতি দেয়নি। কয়েক দফায় চেষ্টা করেও আইসিসিকে বোঝাতে ব্যর্থ হন খাজা। অবশেষে সফল হলেন তিনি। জাতীয় দলের জার্সিতে না হলেও বিগ ব্যাশ লিগে (বিবিএলে) খাজা খেলতে নামেন ব্যাটে ও জুতায় পায়রার স্টিকার নিয়ে।
বিবিএল অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ। এতে আইসিসির হস্তক্ষেপ নেই। আর শুরু থেকেই খাজার মানবাধিকারের বার্তা বহনের পক্ষে ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এমনকি তার সাহসিকতার প্রশংসা করে তাকে সাধুবাদ জানান খোদ অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী।
বিবিএলে আজ বুধবার (১০ জানুয়ারি) ব্রিসবেন হিটের হয়ে পার্থ স্কর্চার্সের বিপক্ষে মাঠে নামেন খাজা। ম্যাচে নিজের ব্যাটে ও পায়ে পায়রার স্টিকার নিয়ে খেলতে নামেন তিনি। ম্যাচে আট বলে ১৪ রানের বেশি করতে পারেননি এই ওপেনার, তবে ম্যাচ ছাপিয়ে আলোচনায় তার প্রতিবাদ। যেখানে অনেক কাঠখড় পোড়ানোর পর তিনি সফল হলেন।
এর আগে আইসিসি তার বিরোধিতা করলে খাজা বলেছিলেন, ‘আমি আইসিসির নিয়মকানুনকে শ্রদ্ধা করি। আমি তাদের জিজ্ঞেস করেছি এবং অনুমতিও চেয়েছি। আমি চেয়েছি, আমার পক্ষ থেকে যেভাবে সম্ভব মানবতার পাশে থাকতে। এমনকি আমি কোনো ধর্মকেও টেনে আনিনি। আমি আমার জায়গায় সৎ ও স্বচ্ছ। আইসিসির সঙ্গে আমি এ ব্যাপারে বসব ‘