শেরেবাংলায় জায়গা সংকট, বিকেএসপিতে ছুটছে খুলনা
দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। এর আগে দলগুলো ঝালিয়ে নিচ্ছে নিজেদের। পুরোদমে শুরু হচ্ছে অনুশীলন। তবে, বরাবরের মতোই আছে মাঠ সংকট। একমাত্র রংপুর রাইডার্স ছাড়া কারোই নিজস্ব মাঠ নেই। মিরপুরের হোম অব ক্রিকেটে দলগুলো অনুশীলন করছে ভাগ করে।
অনুশীলনের জন্য খুলনা টাইগার্স বেছে নিয়েছে বিকেএসপির মাঠ। মিরপুরে ইনডোরের কাজ চলায় জায়গা কমেছে, কমেছে নানাবিধ সুবিধা। তাই, স্বাচ্ছন্দ্যে নিজেদের ঝালিয়ে নিতে বিকেএসপিতে অনুশীলন করবে খুলনা। গণমাধ্যমের মুখোমুখি হয়ে আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) এমনটিই জানিয়েছেন খুলনার কোচ তালহা জুবায়ের।
তালহা বলেন, ‘আমরা আগামীকাল শুক্রবার (১২ জানুয়ারি) বিকেএসপিতে যাব। আমাদের স্থানীয় ক্রিকেটারদের নিয়ে ওখানে চারদিনের একটা ক্যাম্প করব। বিকেএসপিতে সব ধরণের সুাবধাই পাব আমরা। ফলে, কাজটা সহজ হবে। ক্রিকেটাররাও নির্বিঘ্নে অনুশীলন করতে পারব। ১৬ তারিখে ঢাকায় ব্যাক করব আমরা।’
বাংলাদেশে মাঠ সংকটটা পুরোনো। এক মিরপুরই ভরসা সবার। তাই, পুরো মাঠ পেতে খুলনার এমন সিদ্ধান্ত।