কোহলিকে চেনেন না রোনালদো, বললেন কে সে?
ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির জনপ্রিয়তা বিশ্বব্যাপী। কেবল ভারতীয় ক্রিকেট দলেরই নন, তিনি তরুণ অনেক ক্রিকেটারের কাছেই আদর্শ। সেই কোহলির নাম শুনে ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো বললেন, কে সে? ব্রাজিলের এক ইউটিউবারের সঙ্গে সাক্ষাৎকারে কোহলিকে নিয়ে প্রশ্ন করলে রোনালদো জানান, তার নাম শোনেননি।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে ওঠে আসে এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, কিংবদন্তি রোনালদোকে এক ইউটিউবার র্যাপিড ফায়ার রাউন্ডে কোহলির কথা জিজ্ঞেস করেন। জবাবে রোনালদো পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন, কে সে? সেই ইউটিউবার কোহলির ছবি দেখানোর পরও চিনতে পারেননি বিশ্বকাপজয়ী এই ফুটবলার।
রোনালদো জানতে চান সে কি খেলোয়াড়? পরবর্তীতে তাকে বলা হয়, তিনি একজন ভারতীয় ক্রিকেটার এবং ভীষণ জনপ্রিয়। জবাবে ব্রাজিল কিংবদন্তি জানান, হতে পারে। তবে, এখানে তিনি তেমন একটা জনপ্রিয় নন।
কথার শেষ দিকে ইউটিউবার কিছুক্ষণ কোহলির চর্চা করেন। সঙ্গে তুলে আনেন বাবর আজমের নামও। এরপর রোনালদো সায় দেন যে তিনি বুঝতে পেরেছেন।