রোনালদোর মুখোমুখি হতে তর সইছে না মেসির
গত বছরের জানুয়ারিতে মুখোমুখি হয়েছিল পিএসজি ও রিয়াদ একাদশ। প্রীতি ম্যাচটিতে সৌদি প্রো লিগের দুই দল আল-হিলাল ও আল-নাসেরের তারকাদের নিয়ে রিয়াদ একাদশ সাজানো হয়েছিল। কিং ফাহাদ স্টেডিয়ামের সেই ম্যাচকে ঘিরে দর্শকদের আকাশচুম্বী আগ্রহের কারণ ছিলেন পিএসজির লিওনেল মেসি ও রিয়াদ একাদশের ক্রিস্টিয়ানো রোনালদো। অনেকদিন পর ফুটবল মাঠে মুখোমুখি হয়েছিলেন মেসি-রোনালদো।
আবারও মেসি-রোনালদোর দ্বৈরথ দেখতে পাবে ফুটবলভক্তরা। যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি প্রথমবারের মতো দেশের বাইরে খেলতে যাচ্ছে। প্রাক-মৌসুম প্রস্তুতিতে ক্লাবটি সফর করবে সৌদি আরবে। অংশ নেবে রিয়াদ সিজন কাপের দুটি ম্যাচে। যার একটি আল-নাসেরের বিপক্ষে।
আগামী ১ ফেব্রুয়ারি রোনালদোর আল-নাসেরের বিপক্ষে খেলবে মেসির মায়ামি। সেই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ স্বভাবতই অনেক বেশি। এবার মেসি নিজে জানালেন, রোনালদোর মুখোমুখি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
নিজের অফিসিয়াল ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মেসি বলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। রিয়াদ সিজন কাপে আমার দল সৌদি ক্লাব আল-নাসেরের মুখোমুখি হবে। সম্ভবত শেষবার রোনালদো আর আমি একসঙ্গে মাঠে নামব। এ ম্যাচের অংশ হতে মুখিয়ে আছি।’
আল-নাসেরের আগে আগামী ২৯ জানুয়ারি আরেক সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে খেলবে মেসির মায়ামি।