নেইমারকে ছাড়াই ব্রাজিলকে মানিয়ে নেওয়া শিখতে হবে : দরিভাল
ব্রাজিল ফুটবল দলের অন্যতম বড় তারকা নেইমার। তার সামর্থ্য নিয়ে কখনও প্রশ্ন না উঠলেও চোটের কারণে বেশিরভাগ সময় তার সার্ভিস পায় না পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। যার ফলে অতীতে বেশ ভুগতে হয়েছে সেলেসাওদের। আগামীতে ধারাবাহিক সাফল্য পেতে নেইমারকে ছাড়াই মানিয়ে নেওয়ার পরামর্শ ব্রাজিলের নতুন কোচ দরিভাল জুনিয়রের।
গতকাল শুক্রবার (১২ জানুয়ারি) প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে হাজির হন দরিভাল। সেখানে নেইমারের চোট প্রসঙ্গে তিনি বলেন,'নেইমারকে ছাড়া কীভাবে এগুতে হয় ব্রাজিলকে তা শিখতে হবে। বুঝতে হবে সে চোটে। সে বিশ্বের সেরা তিন খেলেয়াড়দের একজন। তাকে সেরে উঠার সুযোগ দিতে হবে। যতদিন সে লক্ষ্যে অটুট থাকবে, সুস্থ থাকবে তাকে দলে ডাকব।'
এছাড়াও নেইমারের সঙ্গে পুরনো তিক্ততা নিয়ে কথা বলেন দরিভাল। নেইমারের সঙ্গে কোনো বিরোধ নেই উল্লেখ করে তিনি বলেন, 'ওটা প্রত্যাশার বাইরে হয়েছিল। সান্তোস বোর্ড একটা সিদ্ধান্ত নেয় তাকে বরখাস্ত করার। আমি সেই সিদ্ধান্ত সম্মান করেছি। এরপর তার সঙ্গে যতবারই দেখা হয়েছে ইতিবাচক আলোচনা হয়েছে।'
উল্লেখ্য, ২০১০ সালে দরিভালের কোচিংয়ে সান্তোসে খেলতেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তখন এক ম্যাচে পেনাল্টি পাওয়ার পর তা নেইমার নিতে গেলে আপত্তি জানান দরিভাল। যার সুবাদে কোচের সঙ্গে মাঠেই বিবাদে জড়িয়ে পড়েন নেইমার। শাস্তি হিসেবে নেইমারকে পরের ম্যাচে বাদ দেওয়ার পাশাপাশি মাসিক বেতনের এক-তৃতীয়াংশ জরিমানাও করেন দরিভাল।
কিন্তু এ ঘটনার জন্য বড় শাস্তিটা পান দরিভাল নিজে। সান্তোসের বোর্ড সভায় সবাই পক্ষ নেন ১৮ বছর বয়সী নেইমারের। চাকরি হারান ক্লাবকে ৯ মাসের মধ্যে ব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের অন্যতম বড় দুটি ট্রফি ও শতকরা প্রায় ৬৫ ভাগ ম্যাচ জেতানো কোচ দরিভাল।