মায়ামিতের পুরনো বন্ধুদের ফিরে পেয়ে উচ্ছ্বসিত মেসি
ইন্টার মায়ামি ধীরে ধীরে পরিণত হচ্ছে মিনি বার্সেলোনায়। দেখতে দেখতে জনপ্রিয় স্প্যানিশ ক্লাবটির চার ফুটবলার চলে এলেন ডেভিড বেকহ্যামের ক্লাবে। শুধু মেসিকে এনেই সন্তুষ্ট থাকেনি মায়ামি। তাদের নজরে ছিল মেসির মাঠের ও মাঠের বাইরের বন্ধুরাও! ঘটনাচক্রে সবাই মেসির সঙ্গে খেলেছেন ক্লাবে কিংবা দেশে। নতুন ঠিকানায় পুরনো সেই বন্ধুদের সতীর্থ হিসেবে পেয়ে উচ্ছ্বসিত মেসি।
এরইমধ্যে বার্সেলোনায় মেসির সতীর্থ হিসেবে খেলা বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে মায়ামি। যে তালিকায় আছে জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজের মতো তারকারা। এরা সবাই মেসির সঙ্গে বার্সেলোনায় খেলেছেন এবং তার ঘনিষ্ঠ বন্ধু। মায়ামিতে প্রথমবারের মতো চার বন্ধুকে নিয়ে অনুশীলন করলেন মেসি।
গতকাল শনিবার (১৩ জানুয়ারি) এই সাবেক চার বার্সা তারকাকে নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় পার করেন আর্জেন্টাইন সুপারস্টার মেসি। বন্ধুদের ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই হাসি চওড়া হয়েছে ৩৬ বছর বয়সী এই তারকার। মেসি অবশ্য হার-জিতের চেয়েও যেন বেশি কিছু পেয়েছেন। ইন্টার মায়ামিও সেটিই জানিয়ে দিয়েছে তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এই চারজনের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে 'বন্ধুদের সঙ্গে খেলার চেয়ে সুন্দর আর কিছু নেই।'
নতুন মৌসুম শুরুর আগে প্রাক্-মৌসুম প্রস্তুতিতে বিশেষভাবে মনোযোগ দিচ্ছে মায়ামি। এ মৌসুমে সম্ভাব্য সব শিরোপাকে পাখির চোখ করেছে তারা। প্রাক্–মৌসুমে মেসি-সুয়ারেজদের মায়ামি ম্যাচ খেলবে এফসি ডালাস, নেইমারের ক্লাব আল হিলাল, রোনালদোর ক্লাব আল নাসের, হংকং লিগ টিম, ভিসেল কোবে এবং মেসির শৈশবের ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজের সঙ্গে।