বিপিএলে খুলনাকে নেতৃত্ব দেবেন বিজয়
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কড়া নাড়ছে দরজায়। বিপিএলের দশম আসর শুরু হবে আগামী ১৯ জানুয়ারি থেকে। মাত্র দুদিন বাকি থাকলেও আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) পর্যন্ত নিশ্চিত হয়নি কোনো দলের অধিনায়কের নাম। প্রথম দল হিসেবে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে খুলনা টাইগার্স। এবারের বিপিএলে দলটিকে নেতৃত্ব দেবেন জাতীয় দলের তারকা ব্যাটার এনামুল হক বিজয়।
খুলনা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিজয়ের নাম ঘোষণা করে। মার্ভেল কমিক্সের বিখ্যাত চরিত্র ক্যাপ্টেন আমেরিকার স্টাইলে বিজয়ের ছবি প্রকাশ করে খুলনা। ‘এনামুল হক বিজয়, দ্য ক্যাপ্টেন অব দি ডেন (ডেরা)’ লিখে পোস্টারটি প্রকাশ করে বিপিএলের এই ফ্র্যাঞ্চাইজি। মূলত, বাঘের গুহা বা ডেরার কথা তুলে ধরা হয়েছে।
বিজয়কে অধিনায়ক করে খুলনা লেখে, ‘আমরা আমাদের ক্রিকেট সুপারহিরো বিজয়কে উন্মোচন করলাম। খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে আমাদের এগিয়ে নেবেন তিনি। তার নেতৃত্বের জাদুতে আমরা এগিয়ে যাব মার্ভেলের রূপকথার মতোই। নেতার দায়িত্ব নিয়ে আমাদের জয়ের পথে এগিয়ে নেবেন বিজয়।’
বিপিএলের দশম আসরে তারুণ্য নির্ভর দল নিয়ে খুলনা আছে জ্বলে ওঠার অপেক্ষায়। তরুণদের নিয়ে গড়া জাতীয় দলের অনেকেই আছেন এই দলে। বিজয়ের পাশাপাশি আফিফ হোসেন, পারভেজ হোসেন, মাহমুদুল হাসানরা মাঠ মাতাবেন খুলনার হয়ে। গতির বারুদ রুবেল হোসেনও খেলবেন খুলনার হয়ে। যার অভিজ্ঞতা হতে পারে বড় শক্তি। আছেন যুব বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।