রাজনীতিতে যাবেন কি না জানালেন তামিম
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পঞ্চপাণ্ডবের একজন তামিম ইকবাল। পঞ্চপাণ্ডবের দুজন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান এখন সংসদ সদস্য। পুরোদস্তুর রাজনীতিবিদ বনে গেছেন তারা। তামিমও রাজনীতিতে যোগ দেবেন কি না, তা নিয়ে আগ্রহের শেষ নেই ভক্তদের। তামিম নিজেই আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জানালেন তিনি রাজনীতিতে যাবেন কি না।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হবে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে। তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে। বিপিএল দিয়ে দীর্ঘদিন পর মাঠের ক্রিকেটে ফিরছেন তিনি। এর আগে আজ গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। তখনই জানান, রাজনীতিতে যাবেন কি না সেটি সময় বলবে।
তামিম বলেন, ‘এটা খুব রিস্কি একটা ব্যাপার। আমি এখন না বললাম, ধরেন ১০ বছর পর রাজনীতিতে আসলাম। তখন আজকের এই ভিডিও দেখিয়ে আপনারা বলবেন, আমি তো না বলেছিলাম। আপনি আগে থেকে কখনই কিছু বলতে পারবেন না। তবে, এই মুহূর্তে আমার এমন কোনো পরিকল্পনা নেই।’
মাশরাফী ও সাকিবকে অভিনন্দন জানিয়েছেন কি না সে প্রসঙ্গে তামিম বলেন, ‘দুজনের কারও সঙ্গেই এখনও দেখা হয়নি। মাঠে দেখা হবে। হলে অবশ্যই কথা হবে।’