কেউই শতভাগ ফিট হয়ে খেলে না : তামিম
রাত পোহালেই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঘিরে ভক্তদের উন্মাদনার শেষ নেই। আগ্রহের পালে হাওয়া দিচ্ছেন তামিম ইকবাল। বিপিএল দিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরছেন দেশসেরা ওপেনার। তামিম খেলবেন ফরচুন বরিশালের হয়ে।
ওয়ানডে বিশ্বকাপের আগে তামিমের ফিটনেস ইস্যু নিয়ে কম বিতর্ক হয়নি। বিশ্বকাপেও খেলেননি তিনি। বিপিএল শুরুর আগে আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন তামিম। স্বভাবতই উঠে আসে তার ফিটনেস ইস্যু। বরিশালের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। ফিটনেসজনিত সমস্যা আছে তারও।
সবকিছু নিয়ে তামিমের কাছে জানতে চাওয়া হয়, শতভাগ ফিট না হয়ে খেলাটা দলের সঙ্গে প্রতারণা করা হবে কি না! তামিম জানালেন, কেউই তো শতভাগ ফিট হয়ে খেলে না। এখানে চিট করার কিছু নেই।
তামিম বলেন, ‘ইঞ্জুরি আসলে খেলোয়াড়দের জীবনেরই অংশ। এখানে চিট করার মতো কিছু আছে বলে আমার মনে হয় না। আমি এখনও বলব, শুধু ক্রিকেটে নয়, কোনো খেলাতেই কোনো খেলোয়াড় বলতে পারবেনে না তিনি শতভাগ ফিট। ৯০ ভাগ ফিট থাকে, ৮০ ভাগ ফিট থাকে। সবারই কিছু সমস্যা থাকে। এর মানে এই নয় যে সেই খেলোয়াড় খেলবে না।’
মাহমুদউল্লাহকে নিয়ে তামিম বলেন, তিনি ইঞ্জুরিতে ছিলেন। এই সময়টাতে নিজেকে নিয়ে কা্জ করেছেন। যদি তিনি মনে করেন, খেলার মতো যথেষ্ট ফিটনেস আছে তার, তাহলে অবশ্যই তিনি খেলবেন।’