বিপিএলে সিলেট-চট্টগ্রাম মুখোমুখি হবে শুক্রবার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাজধানীর মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দশম আসরের প্রথমদিনেই মুখোমুখি হবে তারা। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।
সিলেটের সবচেয়ে বড় শক্তির জায়গা মাশরাফী বিন মোর্ত্তজা। বিপিএলের অন্যতম সফল এই অধিনায়কের হাত ধরে এগিয়ে যাওয়ার ছক কষছে দলটি। সঙ্গে আছেন নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুনরা। কোচের দায়িত্বে আছেন জাতীয় দলের সাবেক তারকা রাজিন সালেহ।
অন্যদিকে, শুভাগত হোম, তানজিদ তামিম, মোহাম্মদ আল-আমিন, শাহাদাৎ হোসেন দিপুদের নিয়ে তারুণ্যনির্ভর দল গড়েছে চট্টগ্রাম। কোচের দায়িত্বে আছেন তুষার ইমরান। অন্যদের তুলনায় খুব শক্তিশালি দল হলেও নিজেদের পিছিয়ে রাখতে নারাজ চট্টগ্রাম।
চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম বলেন, ‘প্রথম ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচে পূর্ণ মনযোগ দিচ্ছি। সবাই নিজেদের ঝালিয়ে নিচ্ছে। মাঠে ভালো করার অপেক্ষায় তারা। প্রথম ম্যাচটা জিততে চাই আমরা।’
সিলেটের উইকেটরক্ষক ব্যাটার মিঠুন বলেন, ‘আমাদের দলটা ভারসাম্যপূর্ণ। নিজেদের মধ্যে বোঝাপড়াও ভালো। আমাদের নিজস্ব একটা পরিকল্পনা আছে। এখন মাঠে সেটার প্রতিফলন ঘটাতে হবে। দিনশেষে যারা ভালো খেলবে তারাই জিতবে।’