বিপিএলে প্রথম ম্যাচেই হাসল নাঈম শেখের ব্যাট
দুর্দান্ত ঢাকার শুরুটা হয়েছে দুর্দান্ত। কুমিল্লার ছুঁড়ে দেওয়া ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে ঢাকা তোলে ১০১ রান। কুমিল্লার হয়ে ফিফটি করেছিলেন ইমরুল কায়েস। তার জবাবে ঢাকার হয়ে অর্ধশতকের দেখা পান নাঈম শেখ। চলতি আসরের প্রথম ম্যাচেই হেসেছে বাংলাদেশ জাতীয় দলের এই তারকার ব্যাট। ৪০ বলে ৫২ রানের দারুণ ইনিংস উপহার দেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হয়েছে আজ শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও নবাগত দল দুর্দান্ত ঢাকা। নতুন দলের পক্ষে প্রথম ফিফটির মালিক এখন নাঈম।
ঢাকার ইনিংসের ১৩তম ওভারে তানভীর ইসলামের প্রথম বলে এক রান নিয়ে অর্ধশতক পূর্ণ করেন নাঈম শেখ। হাফসেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। একই ওভারের চতুর্থ বলে আউট হন। তানভীরের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে মিড অনে ম্যাথু ফোর্ডের তালুবন্দি হন নাঈম।
আউট হওয়ার আগে ৪০ বলে সমান তিনটি করে চার ও ছয়ে ৫২ রান আসে নাঈমের ব্যাট থেকে। ১৩০ স্ট্রাইক রেটে এ রান তুলেছেন তিনি।