অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে ভারত
দক্ষিণ আফ্রিকায় চলছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ১৫তম আসর। বাংলাদেশের যুবাদের বিশ্বকাপ মিশন শুরু হবে আগামীকাল শনিবার (২০ জানুয়ারি)। ব্লুমফন্টেইনের মাঙ্গাউং ওভালে ভারত অনূর্ধ্ব-১৯ দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
এ ম্যাচ নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটিকে আর দশটা সাধারণ ম্যাচের মতোই দেখছি। বিশ্বকাপের জন্য আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। কোচেরা আমাদের ভালোভাবে তৈরি করেছেন। আমরা চাপ নিতে প্রস্তুত। জয় দিয়ে বিশ্বকাপটা শুরু করতে চাই।’
আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০২০ সালে আকবর আলীর নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।