প্যারিস অলিম্পিকে খেলবেন মেসি-ডি মারিয়া!
'গ্রেটেস্ট শো অন আর্থ’ বলা হয় অলিম্পিক গেমসকে। ক্রীড়া দুনিয়ার সবচেয়ে বড় মহাযজ্ঞ অলিম্পিক। যেখানে দেশের প্রতিনিধিত্ব করার ইচ্ছা থাকে সব অ্যাথলেটের। লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়াও জানালেন নিজেদের ইচ্ছার কথা। ক্যারিয়ারের শেষাংশে এসে আরও একবার অলিম্পিকে খেলতে চান দুই আর্জেন্টাইন তারকা। চলতি বছর জুলাইয়ে শুরু হবে প্যারিস অলিম্পিক।
সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদনের বরাতে জানা যায়, বেলা শেষের আগে মেসি-ডি মারিয়া আরও একবার অলিম্পিকে অংশ নিতে চান। দুজন সর্বশেষ অলিম্পিক খেলেছিলেন ২০০৮ সালে। বেইজিং অলিম্পিকে সেবার আর্জেন্টিনা ফুটবল দল স্বর্ণপদক পেয়েছিল। ফাইনালে গোল করেছিলেন ডি মারিয়া।
অলিম্পিকে মূলত দেশগুলো তাদের অনূর্ধ্ব-২৩ ফুটবল দলকে পাঠায়। নিয়ম অনুযায়ী, স্কোয়াডে ২৩ বছরের বেশি তিনজন খেলোয়াড় রাখা যায়। যে কারণে, মেসি-ডি মারিয়ার সুযোগ আছে অংশ নেওয়ার। তবে, এর আগে আর্জেন্টিনা ফুটবল দলকে নিশ্চিত করতে হবে অংশগ্রহণ। লাতিন আমেরিকা অঞ্চল থেকে দুটি দল অংশ নেবে। বাছাইপর্ব পেরিয়ে আসতে হবে দলগুলোকে। বাছাইপর্ব শুরু হয়েছে আজ রোববার (২১ জানুয়ারি) থেকে।
বিশ্বকাপজয়ী দুই তারকা প্যারিস অলিম্পিকে খেলুক, এই ইচ্ছার কথা সবার আগে প্রকাশ করেছিলেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাশ্চেরানো। যিনি দীর্ঘসময় মেসি-ডি মারিয়াদের সতীর্থ ছিলেন। খেলেছিলেন ২০০৮ বেইজিং অলিম্পিকেও।