অসি ‘সুইপমাস্টার’ অ্যালেক্স রস এখন ঢাকায়
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ অ্যালেক্স রস। ডানহাতি এই ব্যাটার সুইপ শটটা খেলতে পারেন চমৎকারভাবে। এতটাই যে, অসি ক্রিকেটপাড়ায় তার ডাকনামই হয়ে গেছে ‘সুইপলজিস্ট।’ অসি এই সুইপ মাস্টার বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খেলতে ঢাকায় এসে পৌঁছেছেন।
বিপিএলে রস খেলবেন দুর্দান্ত ঢাকার হয়ে। ৩১ বছর বয়সী এই তারকা চলমান বিগব্যাশে সিডনি থান্ডারের হয়ে খেলেছিলেন। তার দল গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় তাকে দ্বিতীয় ম্যাচ থেকেই পাচ্ছে ঢাকা। এর আগে নেটে নিজেকে ঝালিয়ে নিয়েছেন রস।
দুর্দান্ত ঢাকা আগামীকাল সোমবার (২২ জানুয়ারি) মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। বিপিএলের নবাগত দল ঢাকা প্রথম ম্যাচে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। দ্বিতীয় ম্যাচের আগে আজ রোববার (২১ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করেন রস।
অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন রস। এই তারকা বলেন, ‘বিপিএল নিয়ে আমি খুবই রোমাঞ্চিত। বিগব্যাশ শেষ করে এখানে, সবকিছু খুব জলদিই হয়ে গেল। দলের সঙ্গে যোগ দিতে পেরে ভালো লাগছে। ঢাকার প্রথম ম্যাচ আমি টিভিতে দেখেছি। দল জিতেছে, সবাই খুব ভালো খেলেছে।’