মেসির সঙ্গে দ্বৈরথে থাকছেন না রোনালদো!
ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদই বলা চলে। ক্রিস্টিয়ানো রোনালদো চোটে পড়েছেন। পায়ের পেশিতে চোট লাগায় প্রায় দুসপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে রোনালদোকে। চোট পাওয়াটা বড় কোনো ব্যাপার হতো না, যদি আগামী ১ ফেব্রুয়ারি ইন্টার মায়ামির সঙ্গে আল-নাসেরের ম্যাচ না থাকত!
প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে রোনালদোর আল-নাসেরের মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি। সেই ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ স্বভাবতই অনেক বেশি। এমনকি কদিন আগে মেসি নিজেও জানালেন, রোনালদোর মুখোমুখি হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি।
এমন সময়েই এলো সিআরসেভেনের চোটের খবর। ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম এএস জানিয়েছে, চোট থেকে সেরে উঠতে রোনালদোর কমপক্ষে দুই সপ্তাহ সময় লাগবে। এ সময় পুনর্বাসনে থাকবেন পর্তুগিজ সুপারস্টার। মায়ামির বিপক্ষে ম্যাচের আগে আল-নাসের চীনে দুটি ম্যাচ খেলবে। আগামী ২৪ জানুয়ারি সাংহাই সিনহুয়া ও ২৮ জানুয়ারি জেজিয়াংয়ের বিপক্ষে ম্যাচ দুটিতেও পাওয়া যাবে না রোনালদোকে।
তবে, মায়ামির বিপক্ষে ম্যাচের আগে হাতে আছে আরও ১১ দিন। এ সময়ের মধ্যে রোনালদো যদি খেলার মতো ফিট থাকেন, তাহলে আবারও দেখা যাবে মেসি-রোনালদোর লড়াই। যে লড়াইয়ের মতো উন্মাদনা সম্ভবত ফুটবল ইতিহাসেরই সেরা।