টস জিতে ঢাকাকে ব্যাটিংয়ে পাঠাল চট্টগ্রাম
একদিন বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। দিনের প্রথম ম্যাচে আজ সোমবার (২২ জানুয়ারি) মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম।
টস জিতে বোলিং নেওয়া শুভাগত বলেন, ‘উইকেট দেখে মনে হয়েছে বোলিং নেওয়াটা ভালো। আমরা যদি ঢাকাকে ১৫০-১৬০ এর মধ্যে বেঁধে ফেলতে পারি, তাহলে আশা করি চেজ করতে পারব।’
ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত বলেন, ‘আগে ব্যাটিং নেওয়াটা ব্যাপার নয়। আমরা প্রথম ম্যাচে জিতেছি। ছেলেরা সবাই আত্মবিশ্বাসী। আমি তাদের বলব, চাপ না নিয়ে খেলাটাকে উপভোগ করতে।’
এবারের আসরে নবাগত দল দুর্দান্ত ঢাকা। নতুন দল হলেও নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে তারা। আসরের উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পাঁচ উইকেটে হারায় দলটি।
অন্যদিকে, চট্টগ্রাম এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্সকে রীতিমত উড়িয়ে দেয় দলটি। তুলে নেয় সাত উইকেটের বড় জয়। তবে, দ্বিতীয় ম্যাচে হোঁচট খায় খুলনা টাইগার্সের কাছে। আসরে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে চার উইকেটে হারায় খুলনা।