শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্জেন্টিনা
লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া ইচ্ছা প্রকাশ করেছেন প্যারিস অলিম্পিকে খেলার। ক্যারিয়ারের শেষাংশে এসে আরও একবার অলিম্পিকে খেলতে চান দুই আর্জেন্টাইন তারকা। চলতি বছর জুলাইয়ে শুরু হবে প্যারিস অলিম্পিক। তবে, তাদের ইচ্ছাপূরণ হওয়ার আগে আর্জেন্টিনা ফুটবল দলকে খেলতে হবে অলিম্পিকের মূলপর্ব।
অলিম্পিক ফুটবলে লাতিন আমেরিকা অঞ্চল থেকে অংশ নেবে দুটি দল। আসতে হবে বাছাই পর্বের বাধা পেরিয়ে। সেই বাছাই পর্বের প্রথম ম্যাচে হোঁচট খেল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। প্রথম ম্যাচে আজ সোমবার (২২ জানুয়ারি) প্যারাগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আলবিসেলেস্তেরা।
হাভিয়ের মাশ্চেরানোর শিষ্যরা শুরু থেকেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও জালের দেখা পায়নি বল। গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। দিয়াগো গোমেজের গোলে ৬৭ মিনিটে এগিয়ে যায় প্যারাগুয়ে। এরপর দুদলই চেষ্টা করে গোল পেতে।
ম্যাচের ৯০ মিনিটে আর্জেন্টিনার ত্রাণকর্তা হন লুসিয়ানো গুন্দো। তার গোলে সমতা ফেরায় মেসি-ডি মারিয়াদের উত্তরসূরিরা। ম্যাচের শেষ কয়েক মিনিটে আর গোল না হলে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল।
লাতিন আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে অংশ নিয়েছে ১০টি দল। দুই গ্রুপে ভাগ হয়ে খেলছে তারা। প্রতি গ্রুপের সেরা দুই দল করে মোট চার দল উঠবে বাছাইয়ের পরবর্তী পর্বে। তাদের নিয়ে হবে চূড়ান্ত লড়াই। লড়াই শেষে শীর্ষ দুটি দল পাবে প্যারিস অলিম্পিকের টিকিট। অলিম্পিকের এই বাছাই পর্ব অনুষ্ঠিত হচ্ছে ভেনেজুয়েলায়।