ঢাকাকে অল্পতে থামাল চট্টগ্রাম
সোমবার সকাল থেকে শীতের তীব্রতা বেড়েছে ঢাকা শহরে। যার রেশ দেখা গেল বিপিএলেও। এমন আবহাওয়ার মধ্যেই স্বাগতিক দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে লড়ছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফ্লাডলাইটে মাঠে গড়ায় বিপিএলের পঞ্চম ম্যাচ। নিজেদের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামকে ১৩৭ রানের লক্ষ্য দিয়েছে ঢাকা।
আজ সোমবার (২২ জানুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে আট উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৩৬ রানে তোলে ঢাকা। দলটির হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৬ রান করেন লাসিথ ক্রুসপুল্লে।
দেশজুড়ে চলছে শৈত্যপ্রবাহ, যার প্রভাব পড়েছে বিপিএলে। দিনের প্রথম ম্যাচেই তাই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে ভুল করেননি চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম। ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকার।
ইনিংসের শুরুতেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লঙ্কান ওপেনার দানুশকা গুনাথিলাকা। তার মাঠ ছাড়ার পর সাইফ হাসানও বেশিক্ষণ ক্রিজে থিতু হতে পারেননি। দলীয় ১১ রানের মাথায় আল আমিন হোসেনের বলে নাজিবউল্লাহ জাদরানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সাইফ। ৯ বলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি।
সাইফের বিদায়ের পর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতও টিকতে পারেননি। দলীয় ১৬ রানের মাথায় শুভাগত হোমের বলে নাহিদউজ্জামানের হাতে ধরা পড়েন এই ডানহাতি ব্যাটার। তার বিদায়ের পর গত ম্যাচে দারুণ খেলা নাইম শেখও আস্থার প্রতিদান দিতে পারেননি।
দলীয় ৩১ রানের মাথায় নিহাদউজ্জামানের বলে ৮ রান করে বিদায় নেন নাঈম। নাঈমের পর অ্যালেক্স রসও সাজঘরে ফেরেন মাত্র দুই রানের ব্যবধানে। এই ব্যাটারের ব্যাট থেকে ১১ রানের বেশি আসেনি। সবমিলিয়ে ৩৩ রানে চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে ঢাকা।
সেই চাপ সামাল দেওয়ার দায়িত্বটা নেন ইরফান শুক্কুর ও লাসিথ ক্রুসপুল্লে। এই জুটিতে যোগ হয় ৪৯ বলে ৭৫ রান। দলীয় ১০৬ রানের মাথায় কার্টিস ক্যাম্ফারের বলে শুভাগত এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ক্রিসপুল্লে। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৬ রান।
এরপর আর কোনো ব্যাটার আস্থার প্রতিদান দিতে না পারায় শেষমেশ ১৩৬ রানে থামে ঢাকা। চট্টগ্রামের হয়ে বিল্লাল খান ও আল আমিন হোসেন দুটি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর : ২০ ওভারে ১৩৬/৮ (গুনাথিলাকা ১, নাঈম ৮, সাইফ ৯, মোসাদ্দেক ০, অ্যালেক্স ১১, ইরফান ২৭, সিলভা ৩, কাদির ৫, ক্রুসপুল্লে ৪৬, তাসকিন ১৫, শরিফুল ১; শুভাগত ৪-০-২০-১, আল আমিন ৪-১-১৫-২, শহিদুল ৩-০-৩১-০, বিল্লাল ৪-০-২৮-২, নিহাদুজ্জামান ৪-০-২৯-১, ক্যাম্ফার ১-০-১০-১)