মুশফিকের ব্যাটে লড়াকু পুঁজি পেল বরিশাল
একই মাঠে একদিন আগে রানের ফোয়ারা ছুটিয়েছিল ফরচুন বরিশাল। সেখানেই চব্বিশ ঘণ্টার ব্যবধানে সেই তুলনায় খুব বড় সংগ্রহ গড়তে পারেনি দলটি। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বরিশাল মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬১ রানে থামে বরিশালের ইনিংস।
টস হেরে আগে ব্যাট করতে নামা বরিশাল শুরুতেই হারায় মেহেদী হাসান মিরাজের উইকেট। মেকশিফট ওপেনার হিসেবে নামা মিরাজ মুখোমুখি হওয়া প্রথম বলেই ফেরেন প্যাভিলিয়নে। তানভীর ইসলামের বলে জাকের আলির তালুবন্দি হন শূন্য রানে। আরেক ওপেনার তামিম ইকবালের ব্যাট থেকে আসে ১৯ রান। তানভীরের ক্যাচ বানিয়ে তাকে ফেরান রোস্টন চেজ। ভালো করতে পারেননি প্রীতম কুমারও। আট রান করে চেজের বলে মোহাম্মদ রিজওয়ানের ক্যাচে পরিণত হন তিনি।
৪৩ রানে তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে বরিশাল। মুশফিকুর রহিম ও সৌম্য সরকার মিলে বিপদ সামাল দেন। দুজনের জুটিতে আসে ৬৬ রান। দলীয় ১০৯ রানে সৌম্যকে বোল্ড করে জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। ৩১ বলে চারটি চার ও দুটি ছয়ে ৩১ রান করেন সৌম্য।
কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ে এরপর দ্রুত আরও তিন উইকেট হারায় বরিশাল। এক প্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন মুশফিক। টানা দ্বিতীয় ম্যাচে অর্ধশতক তুলে নেন তিনি। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে ৪৪ বলে ৬২ রানে। ছয়টি চার ও দুটি ছয়ে সাজানো ইনিংসটি থামান মুস্তাফিজ। মিড অনে রিজওয়ানের ক্যাচে পরিণত হন মুশফিক। তবে, তার ইনিংসেই দল পায় লড়াইয়ের পুঁজি।
কুমিল্লার পক্ষে ম্যাথু ফোর্ড ও রোস্টন চেজ।