সৌদি লিগ ছাড়তে চান করিম বেনজেমা
স্প্যানিস ক্লাব রিয়াল মাদ্রিদে প্রায় ১৪ বছর কাটিয়ে সৌদি ক্লাব আল-ইত্তিহাদে যোগ দিয়েছিলেন করিম বেনজেমা। সাত মাস না যেতেই গুঞ্জন সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে সম্পর্কের টানাপোড়ন চলছে বেনজেমার। পাশাপাশি নিজেকে মানিয়ে নিতেও পারছেন না ৩৬ বছর বয়সী এই তারকা ফুটবলার।
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) বার্তাসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গত ডিসেম্বরের শেষ দিকে শীতকালীন বিরতিতে যাওয়ার আগে আল নাসরের কাছে হেরে যায় বেনজেমার ইত্তিহাদ। সেই ম্যাচের পর আকস্মিকভাবে ‘নিখোঁজ’ হন সাবেক এ রিয়াল মাদ্রিদ তারকা। প্রায় ১৭ দিন ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিলেও ক্লাব কর্তৃপক্ষ তার এমন আচরণে বেশ ক্ষুব্ধ হয়। এমনকি জেদ্দায় তাকে একাকী অনুশীলন করতেও দেখা যায়।
এএফপি আরও জানায়, বেনজেমার সৌদি ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ হওয়ার পরপরই বেশ কিছু ক্লাব তাকে পেতে চেষ্টা চালাচ্ছে। যে তালিকায় আছে চেলসি, আর্সেনাল এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইংলিশ ক্লাবগুলো। যদিও আল ইত্তিহাদের মালিক সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) পক্ষ হতে এই বিষয়ে কিছুই জানানো হয়নি।
২০২৩ সালের জুনে সৌদি আরবের ক্লাব আল-ইত্তিহাদে যোগ দেন বেনজেমা। বছরে ৮৮ মিলিয়ন পাউন্ড চুক্তিতে তিন বছরের জন্য তিনি চুক্তিবদ্ধ হন। সে হিসেবে ক্লাবটির সঙ্গে এখনও প্রায় আড়াই বছর চুক্তির মেয়াদ আছে এই ফরাসি ফুটবলারের।