জরিমানা ও নিষেধাজ্ঞায় বসুন্ধরা কিংস তারকা গফুরভ
এএফসি কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওড়িশা এফসির বিপক্ষে হেরে যায় বসুন্ধরা কিংস। যে হারে গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয় বাংলাদেশের অন্যতম সেরা দলকে। সেই ম্যাচে জয়-পরাজয় ছাপিয়ে মুখ্য হয়ে ওঠে বসুন্ধরার মিডফিল্ডার আশরার গফুরভের লালকার্ড। যে লাল কার্ড জন্ম দিয়েছিল বিতর্কের।
উজবেকিস্তানের মিডফিল্ডার গফুরভকে লালকার্ড দেখানোয় ম্যাচ শেষে ক্ষোভে ফুঁসলে ওঠেন বসুন্ধরা কোচ। গত বছর ১১ ডিসেম্বর হওয়া ম্যাচে গফুরভের লালকার্ড নিয়ে বসুন্ধরা কোচ অস্কার ব্রুজেন সরাসরি রেফারির সমালোচনা করেন। এরপর ব্রুজেনকে নিয়ে শঙ্কা ছিল, হয়তো এএফসির নিষেধাজ্ঞা আসতে পারে তার ওপর।
তবে, ব্রুজেন নয় নিষেধাজ্ঞা পেয়েছেন গফুরভ। এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসি গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) গফুরভকে এএফসি টুর্নামেন্টে দুই ম্যাচের নিষেধাজ্ঞা ও এক হাজার ডলার জরিমানা করে।
আগামী ১৫ ফেব্রুয়ারির মধ্যে গফুরভকে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। এএফসির ডিসিপ্লিনারি ও এথিকস কমিটি জানায়, গফুরভ এএফসির শৃঙ্খলা নীতিমালার ধারা ৩৮.২.৩ ভাঙাতে এ শাস্তি দেওয়া হয়েছে তাকে।