অবশেষে ভারতের ভিসা পেলেন বশির
হায়দরাবাদে চলমান টেস্ট ছাপিয়ে আলোচনায় পাকিস্তানি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার শোয়েব বশিরের ভারতের ভিসা না পাওয়া ঘটনা। এই টেস্টেই ইংল্যান্ডের জার্সিতে তার অভিষেক হওয়ার কথা ছিল, তবে দলের সঙ্গে যেতে পারেননি তিনি। স্বস্তির খবর, অবশেষে ভারতের ভিসা পেয়েছেন এই স্পিনার। বিশাখাপত্তমে দ্বিতীয় টেস্টে অভিষেক হতে পারে তার।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) এক বিবৃতিতে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে। সেখানে বলা হয়েছে, 'আমরা আনন্দিত যে উদ্ভুত পরিস্থিতির সমাধান করা হয়েছে। বশির এখন ভিসা পেয়েছেন এবং এই সপ্তাহান্তে ভারতে দলের সঙ্গে যোগ দিতে যাওয়ার কথা রয়েছে তার।'
হায়দরাবাদ টেস্ট শুরুর আগের দিন দুই দলের ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনের অন্যতম বিষয়বস্তু ছিল বশিরের ভিসা না পাওয়া। বিরক্ত ও হতাশ ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেছিলেন, 'ইংল্যান্ডের টেস্ট দলকে যে সমস্যায় পড়তে হয়েছে, আমি চাই না এই ধরনের পরিস্থিতি কারও হোক। বিশেষ করে, একটা বাচ্চা ছেলের ক্ষেত্রে। তার জন্য আমার নিজেকে বিধ্বস্ত লাগছে।'
যদিও এমন ভিসা জটিলতা এই প্রথম নয়। এর আগে বিশ্বকাপের সময় অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজাও একই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেওয়া খাজা সতীর্থদের সঙ্গে ভারতে পা রাখতে পারেননি, দেরিতে পৌঁছেছিলেন। শুধু তাই নয়, নভেম্বরে অনুষ্ঠিত বিশ্বকাপে পাকিস্তান দলের ভিসা মঞ্জুর হয়েছিল দেশ ছাড়ার আগের দিন। যার ফলে দুবাইয়ে প্রাক্–মৌসুম অনুশীলন বাতিল করতে হয়েছিল পাকিস্তানকে।