বিগ ব্যাশ মাতানো ব্রাউনকে দলে নিল চট্টগ্রাম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের আপত্তির মুখে ঢাকায় এসেও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে খেলতে পারেননি পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হারিস। এই ঘটনায় বড়সড় ধাক্কা খায় ফ্র্যাঞ্চাইজিটি। হারিসের পরিবর্তে বিগ ব্যাশে ব্যাট হাতে ঝড় তোলা জশ ব্রাউনকে দলে নিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম। ৩০ বছর বয়সী ব্রাউন অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে মাঠ না মাতালেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের পরিচিত মুখ। দুর্দান্ত ফর্মে থাকা ব্রাউনকে সঙ্গে নিয়ে বড় কিছুর স্বপ্ন দেখতেই পারে চট্টগ্রাম।
সিলেটে চট্টগ্রামের পরের ম্যাচের আগেই ২৬ জানুয়ারি বাংলাদেশে এসে যাবেন ব্রাউন। এখন পর্যন্ত টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে দুটিতে জেতা দলটির পরের ম্যাচ শনিবার ফরচুন বরিশালের বিপক্ষে। এই ম্যাচেই ৩০ বছর বয়সী অস্ট্রেলিয়ান ব্যাটারকে দেখা যেতে পারে।
এবারের বিগব্যাশে ব্যাট হাতে দুর্দান্ত ছিলেন তিনি। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের বিপক্ষে মাত্র ৫৭ বলে ১৪০ রানের অবিশ্বাস্য এক ইনিংস খেলেছেন ব্রাউন। যে ইনিংসে ছিল ১২টি ছক্কা! মাত্র ৪১ বলে পূর্ণ করেছিলেন সেঞ্চুরি, যা বিগব্যাশের ইতিহাসের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।
এদিকে, ঢাকা পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা খুলনা টাইগার্সে যোগ দিচ্ছেন পাকিস্তান ও শ্রীলঙ্কা জাতীয় দলে খেলা তিন তারকা ক্রিকেটার। তারা হলেন- পাকিস্তানের পেসার মোহাম্মদ ওয়াসিম, স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ ও শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শানাকা।