তিন ম্যাচ খেলেই বিপিএলকে বিদায় বললেন শোয়েব
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্ব শেষ করেই ব্যক্তিগত কাজে দুবাই যান পাকিস্তানি তারকা শোয়েব মালিক। কথা ছিল ব্যক্তিগত কাজ শেষ করে সিলেট পর্বে ফরচুন বরিশালের সঙ্গে যোগ দেবেন। তবে, ফ্র্যাঞ্চাইজিটির পক্ষ হতে জানানো হয়েছে ফিরছেন না ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। চলতি আসরে বরিশালের জার্সিতে আর দেখা যাবে না তাকে।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বরিশাল কর্তৃপক্ষ। জানা গেছে, শোয়েব মালিকের পরিবর্তে যোগ দিতে যাচ্ছেন পাকিস্তানি তারকা ব্যাটার আহমেদ শেহজাদ।
শোয়েবের পাশাপাশি ওপেনার ইব্রাহিম জাদরানও চলতি আসরে আর খেলবেন না। তিনিও গতকাল ঢাকা ছেড়ে গেছেন। তিনি অবশ্য গিয়েছেন জাতীয় দলের জন্য।
চলতি বিপিএলে বরিশালের হয়ে শোয়েব খেলেছেন মাত্র তিন ম্যাচ। খুব একটা ভালো করতে পারেননি। রংপুরের বিপক্ষে প্রথম ম্যাচে ১৮ বলে অপরাজিত ছিলেন ১৭ রানে। খুলনার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে করেন ৬ বলে অপরাজিত ৫। কুমিল্লার বিপক্ষে তৃতীয় ম্যাচে ৬ বলে ৭ রান।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে বিবর্ণ ছিলেন এই অলরাউন্ডার। প্রথম ম্যাচে রংপুরের বিপক্ষে ১ ওভারে ৯ রান দিয়ে ১ উইকেট নেন। খুলনার বিপক্ষে পরের ম্যাচেও করেন ১ ওভার। কিন্তু রান দেন ১৮। ওই ওভারে তিনটি নো বল করেন শোয়েব। বিতর্কিত সেই ওভারের পর শেষ ম্যাচে তাকে বোলিং করানো হয়নি।
বিপিএল খেলতে এসেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সানা জাভেদের সঙ্গে বিয়ের কথা জানান শোয়েব। এর পরেই সানিয়া এবং শোয়েবের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সানিয়ার পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, কয়েক মাস আগেই তাদের বিচ্ছেদ হয়েছে।