খুলনাকে হারাতে সাকিবদের চাই ১৬১ রান
ইনিংসের শুরুটা হয়েছিল চরম হতাশার। একে একে বিদায় নিলেন তিন টপ অর্ডার। এরপর দাসুন শানাকা ও মোহাম্মদ নেওয়াজ মিলে পথ দেখান খুলনা টাইগার্সকে। এই জুটিতে ভর করে রংপুর রাইডার্সকে ১৬১ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে এনামুল হক বিজয়ের খুলনা টাইগার্স।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে৬ –উইকেটে স্কোরবোর্ডে ১৬০ রান তুলেছে খুলনা টাইগার্স। দলের হয়ে সর্বোচ্চ ৫৫ রান করেছেন মোহাম্মদ নেওয়াজ। ৩৪ বলে তার ইনিংস সাজানো ৫ বাউন্ডারি আর তিন ছক্কায়।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে খুলনা। রানের খাতা খোলার আগে হারায় অধিনায়ক এনামুল হককে। দলীয় ২ রানে তার বিদায়ের পর এভিন লুইস ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে প্রতিরোধের আশা জাগায় খুলনা।
দলীয় ৩৯ রানের মাথায় সেই আশাও ভেস্তে যায়। জয়কে ফিরিয়ে জুটি ভাঙেন মেহেদি হাসান। মিডল অর্ডারে নেমে আফিফ হোসেনও হাল ধরতে পারেননি। ৪ রানে তাকে নিজের শিকার বানান হাসান মাহমুদ। তার পরের শিকার ওপেনিংয়ে থিতু হওয়া লুইস। উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরার আগে ২৫ বলে ৩৭ রান করেন লুইস।
টপ অর্ডারদের ব্যর্থতার মাঝে লোয়ার অর্ডারে দারুণ লড়াই করেন দাসুন শানাকা ও মোহাম্মদ নেওয়াজ। দুজন মিলে ৫৩ বলে গড়েন ৭৭ রানের জুটি। এই জুটিতেই লড়াইয়ের পুঁজি পেয়ে যায় খুলনা টাইগার্স।
৩৩ বলে ৪০ রান করার পর শানাকাকেও ফেরান হাসান মাহমুদ। তার সঙ্গে থাকা নেওয়াজ শেষ পর্যন্ত টিকে থেকে দলকে এনে দেন লড়াইয়ের পুঁজি।
বল হাতে নিজের কোটার ৪ ওভার বোলিং করে ২৯ রান দিয়ে তিনটি উইকেট নেন হাসান মাহমুদ। ২০ রান দিয়ে দুই উইকেট নেন মেহেদি হাসান। ৩৬ রান দিয়ে রিপন মন্ডল নেন একটি।