ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেনের নতুন রাজা সিনার
অস্ট্রেলিয়ান ওপেন পেল নতুন চ্যাম্পিয়ন। বিশ্বের এক নম্বর জকোভিচকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছিলেন ইতালির ইয়ানিক সিনার। তার সামনে সুযোগ ছিল ইতিহাসের পাতায় নাম লেখানোর। সেটাই করলেন। পুরুষ এককের ফাইনালে রুশ তারকা ড্যানিল মেদভেদেভকে হারিয়ে প্রথম ইতালিয়ান খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেন জিতে ইতিহাস গড়লেন সিনার।
গ্র্যান্ড স্লাম জয়ের প্রতিশ্রুতি দিলেও অধরা শিরোপা ধরা দিচ্ছিল না ইয়ানিক সিনারের। অবশেষে ক্যারিয়ারের প্রথম মেজর ফাইনাল খেলতে নেমেই অসাধ্য সাধন করেছেন ২২ বছর বয়সী। আজ রোববার (২৮ জানুয়ারি) মেলবোর্নের রড লেভার অ্যারেনাতে পাঁচ সেটের মহাকাব্যিক লড়াইয়ে দুই সেটে পিছিয়ে পড়েও দানিল মেদভেদেভকে হারিয়েছেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে। যা তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়।
তিন ঘণ্টা ৪৪ মিনিটের লড়াইয়ে ইতালিয়ান সিনারের শুরুটা ভালো ছিল না। শুরুর দুই সেট ৩-৬, ৩-৬ গেমে হেরে গিয়েছিলেন। মূলত চতুর্থ বাছাই সিনার রাশিয়ান তারকার গতির সঙ্গে পেরে উঠছিলেন না। পরে সময়ের সঙ্গে ছন্দ খুঁজে পেলে প্রত্যাবর্তনের গল্প লিখতে শুরু করেন তিনি।
প্রথম দুটো সেট ২২ বছরের সিনারকে মাথা তোলার সুযোগই দেননি মেদভেদেভ। আক্রমণাত্মক টেনিস খেলে তিনি সিনারকে চাপে রেখেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ওই ছন্দ ধরে রাখতে পারেননি। তৃতীয় সেটে পিছিয়ে পড়েন মেদভেদেভ। হাড্ডাহাড্ডি লড়াই করে তৃতীয় সেটটা সিনার ছিনিয়ে নেন ৬-৪ ব্যবধানে। চতুর্থ সেটে হয় ঠিক তৃতীয় সেটের পুনরাবৃত্তি। এরপর পঞ্চম সেটটা সিনার জেতেন ৬-৩ ব্য়বধানে। সেই সঙ্গে লিখে ফেললেন মহাকাব্য।