মেসি ফিফা দ্য বেস্ট হওয়ায় অসন্তুষ্ট মার্টিনেজ
সম্প্রতি আর্লিং হলান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফিফা দ্য বেস্টের পুরস্কার জিতে নেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। পুরস্কার জয়ের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও এই নিয়ে আলোচনা-সমালোচনা থামেনি। এবার সেই তালিকায় যোগ দিলেন পর্তুগালের কোচ রর্বাতো মার্টিনেজ।
গতকাল সোমবার (২৯ জানুয়ারি) জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসি ও হলান্ডের ভোটের সংখ্যা সমান ছিল। তবে আন্তর্জাতিক দলের অধিনায়কদের ভোট বেশি পাওয়ায় পুরস্কার উঠেছে আটবারের ব্যালন ডি’অর জয়ীর হাতে। যা মেনে নিতে পারছেন না মার্টিনেজ।
পর্তুগালের গণমাধ্যম এবোলার সঙ্গে সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, ‘এটা ভুল ছিল। এখন আমাদের হাতে অনেক ভোট, অনেক নির্বাচন রয়েছে। আমাদের এখন ফিফা খেলোয়াড়, ফিফা বেস্ট রয়েছে যারা সারাবছর মাঠে ছিল। প্রথমবার বিশ্বকাপ শীতে হয়েছে এবং ভোটিং প্রক্রিয়া বেশ অদ্ভুত কারণ এখানে শুধুমাত্র ছয়মাসের পারফরম্যান্স বিবেচনায় আনা হয়েছে।’
মার্টিনেজ আরও বলেন, ‘আমার কাছে ফুটবলে ব্যক্তিগত পুরস্কার বেশ কঠিন। আমার মনে হয় দল যা করে ব্যক্তিগত খেলোয়াড়ের ঝুলিতে সেটা ওঠে। ব্রোজোভিচ ও বার্নার্ডো সিলভার বিষয়ে কি বলবেন যারা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ছিল এবং যারা ঘরোয়া শিরোপায় সফল হয়েছিল।’
উল্লেখ্য, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রবর্তিত অ্যাওয়ার্ড দ্য বেস্ট। বর্ষসেরা পুরুষ ও নারী খেলোয়াড়, কোচ ও গোলকিপারকে পুরস্কৃত করে থাকে ফিফা। এক্ষেত্রে একাধিক ধাপে চলে মনোনয়ন, বাছাই প্রক্রিয়া ও ভোটাভুটি। শেষে নির্ধারিত হয় সেরা খেলোয়াড়, কোচ ও গোলকিপার।