মেসিদের পরবর্তী দুই ম্যাচের প্রতিপক্ষ চূড়ান্ত
আগামী মার্চে এশিয়া সফরে যাবে আর্জেন্টিনা ফুটবল দল। চীনে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে দলটি। এতদিন সফর চূড়ান্ত থাকলেও প্রতিপক্ষ নিশ্চিত ছিল না। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নিশ্চিত করেছে দুই প্রতিপক্ষের নাম।
আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে প্রতিপক্ষের নাম প্রকাশ করেছে এএফএ। আফ্রিকা মহাদেশের দুই দেশ নাইজেরিয়া ও আইবরি কোস্টের মোকাবিলা করবে আলবিসেলেস্তেরা। আগামী ১৮ থেকে ২৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।
ম্যাচ দুটির তারিখ এখনও চূড়ান্ত হলেও চূড়ান্ত হয়েছে ভেন্যু। নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি অনুষ্ঠিত হবে হাংজু শহরের অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে। দ্বিতীয় ম্যাচে লিওনেল মেসি-অ্যাঞ্জেল ডি মারিয়ারা মোকাবিলা করবে আইভরি কোস্টকে, বেইজিংয়ের ওয়ার্কার্স স্টেডিয়ামে।
সর্বশেষ গত বছর নভেম্বরে মাঠে নেমেছিল লিওনের স্কালোনির শিষ্যরা। বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের একটিতে উরুগুয়ের কাছে হারলেও জয় পায় ব্রাজিলের সঙ্গে।