মাশরাফীর সিলেটকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল তামিমের বরিশাল
মাশরাফী বিন মোর্ত্তজাকে দলে ভিড়িয়ে শুরু থেকেই এগিয়ে থাকার ছক কষেছিল সিলেট। কিন্তু, বিধিবাম! এগিয়ে থাকা তো বহুদূর, বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চার ম্যাচে খেলে এখনও জয়ের মুখই দেখেনি সিলেট। বিপিএল এখন সিলেটপর্বে। দিনের দ্বিতীয় ম্যাচে আজ মাশরাফীর সিলেট মুখোমুখি হয়েছে ফরচুন বরিশালের।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় সিলেট। আগে ব্যাট করে তামিম ইকবালের বরিশাল ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রানের বড় সংগ্রহ গড়ে।
শুরুতেই ব্যাট হাতে ব্যর্থ হন অধিনায়ক তামিম। আট বলে মোটে দুই রান করে নাঈম হাসানের বলে লেগ বিফোর হয়ে সাজঘরে ফেরেন তিনি। আরেক ওপেনার আহমেদ শেহজাদ অবশ্য ছিলেন ছন্দময়। ৪১ বলে ৬৬ রানেআসে তার ব্যাট থেকে। বরিশালের পক্ষে ম্যাচে সর্বোচ্চ রানও এটি। ৯টি চার ও দুটি ছক্কায় সাজানো শেহজাদের ইনিংসটি থামে বেনি হাওয়েলের বলে ফিরতি ক্যাচ দিয়ে।
তারকায় ঠাসা দল বরিশালের হয়ে ভালো করতে পারেননি সৌম্য সরকার ও মুশফিকুর রহিম। ১৭ বলে ২০ করেন সৌম্য, মুশফিক করেন ১৯ বলে ২২ রান। দুজনই পরিণত হন হাওয়েলের শিকারে। তবে, অসাধারণ এক ইনিংস উপহার দেন মাহমুদউল্লাহ। তার ঝড়ো ফিফটিতে বিশাল সংগ্রহ দাঁড় করায় বরিশাল। ২৩ বলে অর্ধশতক পূর্ণ করেন মাহমুদউল্লাহ। শেষ পর্যন্ত ২৪ বলে সাতটি চার ও দুটি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন তিনি। পাঁচ বলে ১৩ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ।
সিলেটের পক্ষে চার ওভারে ২১ রান দিয়ে তিন উইকেট নেন হাওয়েল। একটি করে উইকেট পান নাঈম ও রিচার্ড এনগারাভা।