রোনালদোবিহীন মায়ামি-নাসের ম্যাচ, কমেছে উত্তাপ
ফেব্রুয়ারিতে মুখোমুখি হবে আল-নাসের ও ইন্টার মায়ামি— খবরটি নিশ্চিত হওয়ার পর বিশ্বব্যাপী ফুটবলভক্তরা আগ্রহী হয়ে ওঠে। দল ছাপিয়ে যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি হয়ে ওঠেন মুখ্য চরিত্র। ফুটবলের দুই মহাতারকার সম্ভাব্য শেষ দ্বৈরথ দেখার ক্ষণ গুণছিল সবাই।
এই যখন অবস্থা, দুঃসংবাদ দিল আল-নাসের কর্তৃপক্ষ। এ ম্যাচে থাকছেন না রোনালদো। পেশির চোটে পুনর্বাসনে আছেন তিনি। রোনালদো খেলতে না পারায় গত সপ্তাহে চীনে দুটি প্রীতি ম্যাচ স্থগিত করতে হয়েছিল। রিয়াদের কিংডম অ্যারেনায় মেসির মায়ামির বিপক্ষে ম্যাচটিও মিস করতে চলেছেন সিআরসেভেন।
রিয়াদ সিজন কাপে আল-নাসের ও ইন্টার মায়ামির ম্যাচটি শুরু হবে আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টায়। ম্যাচ শুরুর একদিন আগে আল-নাসের কর্তৃপক্ষ নিশ্চিত করেছে রোনালেদোর না থাকা। সৌদি ক্লাবটির বরাতে খবরটি জানিয়েছে গোল ডটকম।
গোল ডটকমের এক প্রতিবেদনে আল-নাসেরের ম্যানেজার বলেন, ‘আমরা মেসি-রোনলদোর দ্বৈরথটা দেখতে পারব না। রোনালদো তার পুনর্বাসনের শেষ দিকে আছে। আশা করি, আগামী সপ্তাহে সে দলের সঙ্গে যোগ দিতে পারবে। তবে, মেসির বিপক্ষে ম্যাচটি মিস করতে চলেছে।’
অথচ এই লড়াইয়ের জন্য ভক্তদের পাশাপাশি অপেক্ষায় ছিলেন খোদ মেসিও। তিনি বলেছিলেন, ‘আমি আর অপেক্ষা করতে পারছি না। রিয়াদ সিজন কাপে আমার দল সৌদি ক্লাব আল-নাসেরের মুখোমুখি হবে। সম্ভবত শেষবার রোনালদো আর আমি একসঙ্গে মাঠে নামব। এ ম্যাচের অংশ হতে মুখিয়ে আছি।’