শর্তসাপেক্ষে অবসর ভেঙে ফেরার ইঙ্গিত ওয়াসিমের
হুট করেই গত বছরের নভেম্বরে অবসরের ঘোষণা দেন পাকিস্তানি অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। দুই মাস না যেতেই অবসর ভেঙে ফেরার ইঙ্গিত দিলেন এই ক্রিকেটার। তবে জুড়ে দিয়েছেন কিছু শর্ত। মূলত পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন হওয়াতে ফের জাতীয় দলের হয়ে খেলার ইঙ্গিত দিয়েছেন তিনি।
গতকাল বুধবার (৩১ জানুয়ারি) পাকিস্তানের স্থানীয় স্পোর্টস ওয়েটসাইটের সঙ্গে আলাপকালে ওয়াসিম বলেন, ‘হ্যাঁ, আসলে কখন কী হয় কেউ তো বলতে পারে না। তবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটা সম্পূর্ণ ভেবে-চিন্তে নিয়েছিলাম। শেষ কথা হচ্ছে এটা আমার সিদ্ধান্ত। কিন্তু এটা তো বলা যায় না, কখন আমাকে পাকিস্তানের প্রয়োজন হতে পারে। প্রয়োজন হলে তখন তো এটা নিয়ে ভাবতে হবে।’
ওয়াসিম আরও যোগ করেন, ‘আমি মূলত যেটা চাই সেটা হচ্ছে আমাকে দায়িত্ব দেওয়া হোক; তার মানে এই নয় অধিনায়কত্ব। সেটা সিনিয়র খেলোয়াড় হিসেবে হতে পারে। যাতে আমি কিংবা সিনিয়র খেলোয়াড়রা যেভাবে চায়, সেভাবেই যেন দলকে এগিয়ে নিয়ে যেতে পারি। মোট কথা হচ্ছে আমি চাই পাকিস্তান সঠিক ক্রিকেট খেলুক, সঠিক সমন্বয় আর সঠিক ধরনের ক্রিকেট খেলুক। এটাই আমার চাওয়া।’
২০১৫ সালে লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইমাদ ওয়াসিমের। ওই বছরই কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন অভিষেক ঘটে ওয়ানডে ফরম্যাটে। দ্রুতই নিজেকে করে ফেলেন সাদা বলের ক্রিকেটের অপরিহার্য এক নাম। বাঁহাতি স্পিনের পাশাপাশি লোয়ার অর্ডারের ব্যাটিংয়েও বেশ কার্যকর ছিলেন ইমাদ। পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে ১২১টি ম্যাচ খেলা ইমাদ এখন আইএল টি-টোয়েন্টিতে খেলছেন।