দুদিন বিরতির পর আজ মাঠে গড়াচ্ছে বিপিএল
সিলেটে টানা দুদিন ম্যাচ হওয়ার পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ছিল দুদিনের বিরতি। বিরতি শেষে আজ ফের মাঠে গড়াচ্ছে বিপিএল। গত ২৯ ও ৩০ জানুয়ারি খেলা হওয়ার পর ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। সিলেট পর্বে খেলা হবে আর দুদিন। সিলেটের শেষ অংশের খেলা আজ শুক্রবার (২ ফ্রেব্রুয়ারি) শুরু হচ্ছে। টুর্নামেন্টে আজ রয়েছে দুটি ম্যাচ।
দিনের প্রথম ম্যাচে দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়, কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোকাবিলা করবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে।
চলতি আসরে সিলেটের অবস্থা যাচ্ছেতাই। পাঁচ ম্যাচ খেলে এখনও পায়নি জয়ের দেখা। তারাই একমাত্র দল, যারা একটি ম্যাচও জিততে পারেনি। দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজাকে আজকের ম্যাচ থেকে পাবে না সিলেট। রাজনৈতিক দায়িত্ব ও ব্যস্ততায় খেলবেন না তিনি। অধিনায়কত্ব করবেন মোহাম্মদ মিঠুন। মিঠুনের নেতৃত্বে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় সিলেটের।
প্রতিপক্ষ হিসেবে দুর্দান্ত ঢাকা সিলেটের জন্য বড় হুমকি, এমনটি বলা যাচ্ছে না। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে হারিয়ে আসর শুরু করে নবাগত দলটি। এরপর খেই হারায়। টানা তিন ম্যাচে হার মানে দলটি। সাত দলের আসরে পয়েন্ট টেবিলে সবার শেষে সিলেট। ঢাকা আছে ছয়ে। টানা হারে বিপর্যস্ত দুই দলই চাইবে জয়ের দেখা পেতে।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাওয়া কুমিল্লা-চট্টগ্রামের মধ্যে এগিয়ে আছে চট্টগ্রাম। খুব বড় কোনো তারকা না নিয়েও আসরে চমক দেখিয়ে চলেছে দলটি। পাঁচ ম্যাচে চার জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে শুভাগত হোমের দল। আজ তাদের লক্ষ্যটা সবার ওপরে ওঠা। যেখানে চার ম্যাচে চার জয় নিয়ে আছে খুলনা।
কুমিল্লা আছে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে। চার ম্যাচে দুটি করে জয় ও পরাজয় তাদের। সর্বশেষ ম্যাচে হেরেছে রংপুরের কাছে। কুমিল্লা তাই চাইবে জয়ের ধারায় ফিরতে।