এবার ওয়েস্ট ইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে শামার জোসেফ
শামার জোসেফকে ঘিরে এখন ক্রিকেট দুনিয়া মত্ত। ওয়েস্ট ইন্ডিজের তরুণ ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে যা করলেন, তারপর তাকে নিয়ে চর্চা না হওয়াই বরং অস্বাভাবিক। অসিদের বিপক্ষে গত ২৮ জানুয়ারি যে রূপকথা লিখেছে ক্যারিবিয়ানরা, তার মূল নায়ক জোসেফ। ২৭ বছর পর অসিদের মাটিতে টেস্টে তাদের হারিয়েছে ক্যারিবিয়ানরা। পেসার জোসেফ একাই ধসিয়ে দিয়েছেন তাদের ব্যাটিং লাইনআপ। ইনিংসে নিয়েছেন সাত-সাতটি উইকেট। সেই পারফরম্যান্সের পর তাকে কেন্দ্রীয় চুক্তিতে নিয়ে এসেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের বরাত দিয়ে বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) খবরটি নিশ্চিত করেছে আইসিসি।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজটি ছিল জোসেফের অভিষেক সিরিজ। সঙ্গত কারণেই ছিলেন না চুক্তিতে। কেবল ম্যাচ ফি পেতেন এই সিরিজ থেকে। এখন থেকে অবশ্য চুক্তিতে থাকা বাকিদের মতোই সুবিধা পাবেন জোসেফ। মাত্র একটি ম্যাচ দিয়েই চলে এলেন সরাসরি বোর্ডের চুক্তিতে।
এ ছাড়া আইসিসির সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়েছেন জোসেফ। টেস্ট বোলারদের তালিকায় ৪২ ধাপ এগিয়েছেন তিনি। মাত্র দ্বিতীয় টেস্টে মাঠে নামা জোসেফ এখন আছেন টেস্ট বোলারদের তালিকায় ৫০তম স্থানে। ৩৯৭ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কার লাহিরু কুমারার সঙ্গে যৌথভাবে ৫০তম স্থানে আছেন তিনি।