কুমিল্লার বোলিং তোপে অল্পতে গুটিয়ে গেল চট্টগ্রাম
দুদিনের বিরতি দিয়ে ফের মাঠে গড়িয়েছে বিপিএলের সিলেট পর্বের খেলা। পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার মিশনে দিনের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাটারদের ব্যর্থতায় কুমিল্লাকে সহজ লক্ষ্য দিল চট্টগ্রাম।
আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৬ দশমিক তিন ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৭২ রান তোলে চট্টগ্রাম। ব্যাট হাতে সর্বোচ্চ ২৭ রান করেন টম ব্রুস।
আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি চট্টগ্রামের। ইনিংসের দ্বিতীয় বলেই ওপেনার তানজিদ হাসান তামিমের উইকেট হারায় দলটি। রেইমন রেইফারের বলে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটার। দুই বল খেললেও রানের খাতা খুলতে পারেননি তামিম।
শুরুর ধাক্কা সামলে কিছুটা ঘুরে দাঁড়ায় চট্টগ্রাম। আভিষ্কা ফার্নান্দোকে সঙ্গে নিয়ে জুটি করেন টম ব্রুস। যদিও এ জুটি খুব একটা লম্বা হয়নি। দলীয় ২১ রানের মাথায় তানভীর ইসলামের বলে খুশদিল শাহ এর হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। ৯ বলে সাত রান আসে তার ব্যাট থেকে। এরপর মাত্র ২৭ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় চট্টগ্রাম।
সবমিলিয়ে দলীয় ৪৮ রানের মাথায় পাঁচ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে চট্টগ্রাম। পরের ব্যাটারটা অবশ্যই সেই চাপ কিছুটা সামলালেও ভালো সংগ্রহ গড়তে পারেননি। ৭২ রানে থামে চট্টগ্রামের ইনিংস।