সিলেট পর্ব শেষে বিপিএল ফের ঢাকায়
তিনটি আলাদা শহরে অনুষ্ঠিত হচ্ছে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। শুরুটা বরাবরের মতোই ঢাকায় হয়েছে। গত ১৯ জানুয়ারি থেকে মাঠে গড়ানো বিপিএলের সিলেট পর্ব শুরু হয় ২৬ জানুয়ারি থেকে। সিলেট পর্ব শেষে আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) থেকে ফের ঢাকায় অনুষ্ঠিত হবে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্টটি।
সিলেটে গত ৩ ফেব্রুয়ারি শেষ হয় খেলা। এরপর ছিল দুদিনের বিরতি। দলগুলোর ঢাকায় ফেরা ও বিশ্রামের জন্য দুদিন বন্ধ রাখা হয় বিপিএল। টুর্নামেন্টে আজ রয়েছে দুটি ম্যাচ। দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকার। দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশাল খেলবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
চলতি আসরে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রংপুর। প্রথম তিন ম্যাচ শেষে কেবল একটি জয় থাকলেও পরের তিনটিতে টানা জিতেছে দলটি। এতে ছয় ম্যাচে আট পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে সাকিব আল হাসানের দল। আজকের ম্যাচে তাদের প্রতিপক্ষ ঢাকা নামে দুর্দান্ত হলেও মাঠের ক্রিকেটে তার প্রতিফলন ঘটাতে ব্যর্থ। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় নিয়ে পয়েন্ট টেবিলে দলটির অবস্থান ষষ্ঠ স্থানে। তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকতের মতো তারকাদের নিয়েও বারবার হোঁচট খাচ্ছে ঢাকা।
দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাওয়া চট্টগ্রাম আছে টেবিলের তিন নম্বরে। ছয় ম্যাচ শেষে তাদেরও পয়েন্ট আট। তবে, রংপুর ও খুলনা টাইগার্সের চেয়ে রান রেটে পিছিয়ে থাকায় শুভাগত হোমের দল আছে তিনে। আজ তাদের প্রতিপক্ষ বরিশাল ছয় ম্যাচে তিন জয় তিন হারে অর্জন করেছে ছয় পয়েন্ট। তালিকায় তামিম ইকবালের দল আছে পঞ্চম স্থানে।
এবারের আসরে ঢাকার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে জিতেছিল রংপুর। অন্যদিকে, বরিশালের বিপক্ষে জয় পেয়েছিল চট্টগ্রাম।