ঢাকার সামনে বড় লক্ষ্য রাখল রংপুর
পয়েন্ট তালিকার শীর্ষ দল রংপুর রাইডার্স। অন্যদিকে, দুর্দান্ত ঢাকা আছে তলানির দিকে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে রংপুর ও ঢাকা। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে চার উইকেট হারিয়ে ১৭৫ রান করে রংপুর।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুরকে ব্যাটিংয়ে পাঠায় ঢাকা। তবে, রংপুরের ওপেনিং জুটি হতাশ করে ঢাকাকে। রনি তালুকদার ও বাবর আজম মিলে তোলেন ৬৭ রান। ২৪ বলে ৩৯ রানের ইনিংস খেলে আরাফাত সানির বলে লেগ বিফোর হন রনি।
আরেক ওপেনার বাবর অর্ধশতক থেকে তিন রান দূরে আউট হন। ৪৩ বলে ৪৭ রানের ধীরগতির ইনিংসটি থামে মোসাদ্দেক হোসেনের বলে গুলবাদিন নাঈবের ক্যাচ হয়ে। ওয়ানডাউনে নামা সাকিব আল হাসান দারুণ এক ইনিংস উপহার দেন। ২০ বলে ৩৪ রানের সম্ভাবনাময় ইনিংসটিও থামান ঢাকার অধিনায়ক মোসাদ্দেক।
শেষ দিকে অধিনায়ক নুরুল হাসান সোহানের ১০ বলে অপরাজিত ১৬ এবং মোহাম্মদ নবীর ১৬ বলে ২৯ রানের ক্যামিওতে রংপুর পায় ১৭৫ রানের চমৎকার সংগ্রহ। দুদলের ফর্ম বিবেচনায় জয়ের জন্য এটি রংপুরের যথেষ্ট সংগ্রহ। যদিও, জয়ের খোঁজে থাকা ঢাকা ম্যাচ নিজেদের করে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ঢাকার পক্ষে ৩০ রান দিয়ে দুই উইকেট পান মোসাদ্দেক। একটি করে উইকেট পান সানি ও সাব্বির হোসেন।