তামিমের বরিশালকে মাঝারি লক্ষ্য দিল চট্টগ্রাম
চলতি বিপিএলের শুরুতে টানা তিন হারের পর সর্বশেষ দুই ম্যাচ জিতে ছন্দে ফিরেছে ফরচুন বরিশাল। হ্যাটট্রিক জয়ের লক্ষ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে লড়ছে তামিমের বরিশাল। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দীনের ফেরার ম্যাচে বরিশালকে মাঝারি লক্ষ্য দিল চট্টগ্রাম।
আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৪৫ রান তোলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ব্যাট হাতে সর্বোচ্চ ৫০ রান করেন টম ব্রুস।
আগে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও জস ব্রাউনের ব্যাটে দারুণ শুরু পায় চট্টগ্রাম। দলীয় ৩৯ রানের মাথায় তানজিদের বিদায়ে প্রথম উইকেট হারায় দলটি। ১৯ বলে ১০ রান আসে তার ব্যাট থেকে। এরপর টম ব্রুসকে নিয়ে ফের জুটি গড়েন ব্রাউন। এই জুটিতে যোগ হয় আরও ৩২ রান। দলীয় ৭১ রানের মাথায় ব্রাউনের বিদায়ে ভাঙে এই জুটি। ২৩ বলে ৩৮ রান করেন ডানহাতি এই ব্যাটার।
এরপর শাহাদাত হোসেন দিপুকে নিয়ে দলকে এগিয়ে নেন ব্রুস। এই জুটিও খুব একটা বড় হয়নি। দলীয় ১০৪ রানের মাথায় দিপুর বিদায়ে তৃতীয় উইকেট হারায় চট্টগ্রাম। ২০ বলে ১৫ রান আসে তার ব্যাট থেকে। দিপুর বিদায়ের পর নতুন ব্যাটার নাজিবউল্লাহ জাদরানও সাজঘরে ফিরতে সময় নেননি। দুই বলে চার রান করেন এই ব্যাটার। শেষদিকে মিডল অর্ডার ব্যাটারদের কল্যাণে স্কোরবোর্ডে ১৪৫ রান তোলে চট্টগ্রাম।