কুমিল্লাকে হারাতে খুলনার প্রয়োজন দেড়শ রান
নিজেদের সর্বশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনা টাইগার্স আসরে একমাত্র হারের মুখ দেখে গত ম্যাচে। যার যার শেষ ম্যাচে মুদ্রার দুই পিঠ দেখা দুদল কুমিল্লা ও খুলনা বিপিএলে আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) মুখোমুখি হয়েছে। আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে সাত উইকেট হারিয়ে ১৪৯ রান করেছে কুমিল্লা।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস। ওপেনিংয়ে ৬৯ রানের জুটি গড়েন লিটন ও মোহাম্মদ রিজওয়ান। ছন্দে ফিরেছেন কুমিল্লা অধিনায়ক। তার ব্যাট থেকে আসে ৩০ বলে দুই চার ও চার ছক্কায় ৪৫ রান। তাকে বোল্ড করেন নাসুম আহমেদ। ব্যাট হাতে হতাশ করেছেন রিজওয়ান। নাসুমের বলে লেগ বিফোর হওয়ার আগে খেলেন ২৮ বলে ২১ রানের মন্থর ইনিংস।
উইল জ্যাকস পারেননি বড় রান উপহার দিতে। ২৭ বলে ২২ রান করে মোহাম্মদ ওয়াসিমের শিকারে পরিণত হন জ্যাকস। তিন বলে চার রান করে রান আউটে কাটা পড়েন খুশদিল শাহ। দলের অন্যতম ভরসা তাওহিদ হৃদয়ও পারেননি বিপদে ঢাল হয়ে দাঁড়াতে। ১৭ বলে ১৬ রান করেন তিনি। তার উইকেট নেন ফাহিম আশরাফ। শেষ দিকে জাকের আলির আট বলে অপরাজিত ১৮ রান এবং মাহিদুল ইসলামের পাঁচ বলে ১০ রানের ক্যামিওতে খুলনাকে দেড়শ রানের লক্ষ্য দেয় কুমিল্লা।
শেষ পর্যন্ত তাই স্কোরবোর্ডে মাঝারি সংগ্রহ নিয়েই সন্তুষ্ট থাকতে হয় কুমিল্লাকে।
কুমিল্লার ব্যাটারদের যেমন ব্যর্থতা ছিল, তেমনি নিয়ন্ত্রিত বোলিং করেছেন খুলনার প্রায় সবাই। চার ওভারে ২১ রান দিয়ে নাসুম নেন দুই উইকেট। চার ওভারে ২৫ রানে ফাহিম আশরাফের শিকারও দুই উইকেট।