সিলেটের সামনে অল্পতে থামল ঢাকা
দুঃসময় কিছুতেই পিছু ছাড়ছে না দুর্দান্ত ঢাকার। একের পর এক পরাজয়ে পিঠ ঠেকেছে দেয়ালে। এমন পরিস্থিতিতে পয়েন্ট টেবিলের তলানি আরেক দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও ব্যাটিংয়ে বড় সংগ্রহ গড়তে পারেনি দুর্দান্ত ঢাকা। নিজেদের সপ্তম ম্যাচে কোনো মতে সিলেটকে ১২৫ রানের লক্ষ্য দিয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতের দল।
আজ বুধবার (৭ ফেব্রুয়ারি) বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ১২৪ রান তুলেছে ঢাকা। দলের পক্ষে সর্বোচ্চ ৩২ বলে ৪১ রান করেছেন সাইফ হাসান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এদিন মুখোমুখি লড়াইয়ে নামে পয়েন্ট টেবিলের দুই তলানির দল সিলেট ও ঢাকা। দুটি দলই চলতি বিপিএলে সবচেয়ে খারাপ সময় পার করছে। এমন ম্যাচে টস জিতে বোলিং বেছে নেয় মোহাম্মদ মিঠুনের সিলেট। আগে বোলিং শুরু করে প্রথম ওভারেই সাফল্য পেয়ে যায় সিলেট। নাইম হাসান ফিরিয়ে দেন ঢাকার ওপেনার সাব্বির হোসাইনকে।
তবে দ্বিতীয় জুটিতে লড়াই জমিয়ে তোলেন নাঈম শেখ ও সাইফ। এই জুটিতে পথ দেখে ঢাকা। তবে, সাইফের বিদায়ে এই জুটি ভাঙলে ফের বিপদ বাড়ে ঢাকার। দলীয় ৮২ রানে বিদায় নেন সাইফ। পরের ওভারে নাঈমও ফেরেন সাজঘরে। ফেরার আগে ২৯ বলে ৩৬ রান করে যান তিনি।
থিতু হওয়া দুই ব্যাটার ফিরলে রানের গতি কমে ঢাকার। মাঝে অ্যালেক্স রস, সাইম আয়ুব, ইরফান শুক্কুর মিলে পারেননি হাল ধরতে। ব্যাটারদের দায়িত্বহীনতায় শেষ পর্যন্ত ১২৪ রানে গিয়ে থামে ঢাকা।
সিলেটের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে দুটি উইকেট নেন সামিত প্যাটেল। রেজাউর রহমান রাজার শিকার তিনটি। ৩২ রান দিয়ে নাইম নেন একটি। ১৭ রানে বেনি হাওয়েলের শিকারও একটি।