নেতৃত্বের রোমাঞ্চে ভাসছেন তাসকিন
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসর দিয়ে নতুন পরিচয় যোগ হলো তাসকিন আহমেদের। সেটা হলো—অধিনায়ক। দুর্দান্ত ঢাকার নেতৃত্ব পেয়েছেন তিনি। বিপিএলে প্রথমবার নেতৃত্বের স্বাদ পেলেন তাসকিন। যার রোমাঞ্চ ছুঁয়ে গেছে বাংলাদেশি তারকাকে।
গতকাল বুধবার (৮ ফেব্রুয়ারি) বিপিএলে নেতৃত্বের অভিষেক হয়েছে তাসকিনের। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ঢাকাকে নেতৃত্ব দেন তিনি। মূলত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের হাঁটুর ব্যথার কারণেই দায়িত্ব পড়ে তাসকিনের ওপর।
যদিও অভিষেক দিনটা ভালো হয়নি তার। হেরে গেছে দুর্দান্ত ঢাকা। বল হাতে তিনি নিজে ৪ ওভারে ৪০ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। তবুও প্রথমবার বলে কথা, রোমাঞ্চ তো আসবেই।
সেই কথাই জানালেন তাসকিন। বলেছেন, ‘অধিনায়কত্বের প্রথম অভিজ্ঞতা ভালোই ছিল। মাঠে অনেক কিছুতে মনোযোগ দিতে হয়েছে। তাড়াতাড়ি বদল করতে হয়েছে, নিজেকে দ্রুত প্রস্তুত হতে হয়েছে। ভিন্ন একটা অভিজ্ঞতা ছিল। চাপ তো সবসময়ই থাকে। একটা ভালো ব্যাপার যে, অনেক দিকে ফোকাস রাখতে হয়। এতে ম্যাচ সচেতনতা বা খেলার বোধ আরও ভালো হবে আশা করি। নিজের ভবিষ্যতের জন্য তা ভালো।’
তাসকিন আরও বলেন, ‘ব্যাটিংয়ের প্রথম ১০ ওভার আশাবাদীও ছিলাম যে, আজকে মনে হয় ভালো একটা সংগ্রহ হবে, হয়তো জিততে পারব। পরে দুর্ভাগ্যজনকভাবে হেরে গেলাম। এটাই আর কী। বোলিংয়ে একটু দুর্ভাগা ছিলাম। ছন্দও পুরোপুরি পাইনি। আশা করি ঠিক হয়ে যাবে। উইকেট পেতে একটু ভাগ্যও লাগে আসলে। আশা করি, সামনে ভালো হবে।’