দ্রুত বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে খেলার উপযোগী করা হবে : ক্রীড়ামন্ত্রী
সংস্কার কাজের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা নেই কয়েক বছর হলো। দ্রুত শেষ করার কথা উঠলেও প্রকল্প বাস্তবায়নসহ নানা কারণে এখনও খেলার জন্য প্রস্তুত হয়নি বঙ্গবন্ধু স্টেডিয়াম। ভেন্যু সংকটের কারণে সমস্যায় পড়তে হচ্ছে বাফুফেকে। এমতাবস্থায় বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ পরিদর্শনে গেলেন যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম পরিদর্শনে আসেন ক্রীড়ামন্ত্রী। এসময় বাফুফের পাশাপাশি এনএসসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ২০২১ সালের আগস্টের পর সংস্কার কাজ শুরু হলেও এখনও স্টেডিয়ামের গ্যালারি, ফ্লাডলাইট ও মিডিয়া বক্সের নির্মাণ কাজের সেভাবে কোনও অগ্রগতি নেই। দ্রুতই এই বিষয়গুলো সমাধানের চেষ্টা ক্রীড়ামন্ত্রীর।
বঙ্গবন্ধু স্টেডিয়াম পরিদর্শন শেষে ক্রীড়ামন্ত্রী বলেন, ‘এখানে এসে দেখলাম মূলত দুটি সমস্যা। একটি স্প্রিংলার বা পানি ছিটানোর যন্ত্র আরেকটি মিডিয়া বক্স। সমস্যাটা বুঝলাম। সমস্যা আছে অস্বীকার করার পথ নেই। সমাধানের পথ আছে কি না দেখব, সম্ভব হলে অবশ্যই করব। তবে খুব একটা অসম্ভব বলে মনে হয় না।’
মন্ত্রী আরও যোগ করেন, ‘সমস্যার সমাধান করতে গিয়ে আমরা আর বিলম্ব করতে চাই না। নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করতে চাই। এর মধ্যে যতটুকু সমাধান করা যায় করা হবে। একেক স্থাপনার স্পেসিফিকেশন একেক রকম। প্রতি ফেডারেশনকে সেটা নিশ্চিত করতে হবে।’