কোহলির সন্তান নিয়ে গুঞ্জন, ক্ষমা চাইলেন ডি ভিলিয়ার্স
ভারতীয় তারকা বিরাট কোহলির বিরতি কেন দীর্ঘতর হচ্ছে, এখন সেটি নিয়েই ভারতীয় সংবাদমাধ্যমে চলছে নানা জল্পনা। দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কারণেই কোহলির এমন ছুটি বলে দাবি করেছিলেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স। পাঁচ দিন পরই নিজের বক্তব্য থেকে এলেন ওয়ানডের দ্রুততম শতকের মালিক।
গতকাল শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভারতীয় সংবদামাধ্যম টাইম অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, এসএটোয়েন্টির ম্যাচের ফাঁকে কোহলি প্রসঙ্গে ডি ভিলিয়ার্স বলেন, ‘পরিবারই সবার আগে, যেটা আমি সেদিন ইউটিউবেই বলেছি। তবে একই সময়ে আমি ভয়ানক একটা ভুলও করেছি। এমন একটা ভুল তথ্য দিয়েছি, যেটা আদৌ সত্য নয়। পারিবারিক প্রয়োজনে জাতীয় দায়িত্ব থেকে বিরতি নেওয়ার সবটুকু অধিকার কোহলির আছে। তার পরিবারের জন্য যা জরুরি, সেটিই সবকিছুর ওপরে প্রাধান্য পাবে।’
ডি ভিলিয়ার্স আরও যোগ করেন, ‘আমি যতটুকু জানি, কোহলি ভালো আছে। পরিবারের সঙ্গে খানিকটা সময় কাটাচ্ছে ও। এই কারণে ইংল্যান্ডর প্রথম দুই টেস্ট খেলতে পারছে না। আর কোনো কিছু আমি নিশ্চিত করতে পারব না। ওর ফেরার অপেক্ষায় তর সইছে না আমার। ও ঠিক আছে, ভালো আছে।’
ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে মাঠে নামার জন্য দলের সঙ্গে প্রথম টেস্টের ভেন্যু হায়দরাবাদে পৌঁছে গিয়েছিলেন কোহলি। তবে সিরিজ শুরুর দুই দিন আগে ব্যক্তিগত কারণে তিনি ছুটি নেন প্রথম দুই টেস্ট থেকে। দ্বিতীয় টেস্ট শেষে ভারতীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়, পরের দুই টেস্টেও খেলবেন না অভিজ্ঞ ব্যাটসম্যান। এমনকি শেষ টেস্টেও তাকে পাওয়া যাবে না তাকে।